<p>ওয়েস্ট ইন্ডিজ যেন মোমেন্টামের অপেক্ষায় ছিল। তাতে ভালোই সাড়া দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররাও। স্কোরকার্ডেই যে তার প্রমান। ৮৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ মুহূর্তের মধ্যেই ৯৮ রানে ৬ উইকেট হয়ে যায়। অর্থাৎ, ১৬ রানে ৪ উইকেট হারিয়ে চুরমার বাংলাদেশের ব্যাটিং অর্ডার।</p> <p>অথচ, দ্বিতীয় দিনের শুরুটা দেখেশুনে করেছিলেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু। ২২ রানে দিপু আউট হওয়ার পরেই ম্যাচের দৃশ্যপট যায় পাল্টে। তাকে আউট করে দুজনের ৭৩ রানের জুটি ভেঙে দেন শামার জোসেফ। পরে আরো দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ধ্বংসস্তুপের সামনে দাঁড় করান ওয়েস্ট ইন্ডিজের পেসার। তার বাকি দুই শিকার হচ্ছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করা বাঁহাতি ব্যাটার সাদমান আর ১ রানে আউট হওয়া জাকের আলি অনিক।</p> <p>সাদমান-জাকেরের আগে দ্রুত ফিরে গেছেন লিটন দাসও। বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারকে ১ রানের বেশি করতে দেননি জেডন সিলস। এই ঝড় সামলিয়ে বাংলাদেশের হাল ধরার দায়িত্ব পড়েছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। সামনে থেকে কতটা নেতৃত্ব দিতে পারেন বাংলাদেশের অধিনায়ক সেটাই এখন দেখার বিষয়। ১৮ রান করা মিরাজকে সঙ্গ দিচ্ছেন ৮ রান করা তাইজুল ইসলাম। দুজনের জুটি দাঁড়িয়েছে ২২ রানে। এতে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১২২ রান।                                                                                                                                                                                                             </p>