<p>আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজটি দাপট দেখিয়ে খেলতে চেয়েছিল বাংলাদেশ। সঙ্গে প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সমীকরণ মাথায় নিয়ে আইরিশ মেয়েদের ধবলধোলাইয়ের কথাও শোনা গেছে নিয়মিত। প্রথম দুই ওয়ানডেতে দাপট দেখিয়ে খেলার আশা পূর্ণ হয়েছে বাংলাদেশের মেয়েদের।</p> <p>দ্বিতীয় চাওয়া সামনে রেখে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিগার সুলতানার দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ উজ্জীবিত বাংলাদেশের দেখা মিলেছে প্রথম দুই ওয়ানডেতে। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিংয়ে স্বস্তি ফিরিয়েছেন ১৬ মাস পর দলে ফেরা শারমিন আক্তার সুপ্তা। দুই ম্যাচ মিলিয়ে তিনি করেছেন ১৩৯ রান। প্রথম ওয়ানডেতে চার রানের সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন শারমিন।</p> <p>ব্যাটে ধারাবাহিকতা ধরে রেখেছেন ওপেনার ফারজানা হক। টানা দুটি ফিফটি করেছেন তিনি। বোলিংয়ে বরাবরের মতো ভরসা হয়েছেন মারুফা-নাহিদারা।</p>