কমিটিতে বিতর্কিত রিজওয়ান বিন ফারুকের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা আছে। অবশ্য এক্সিওম টেকনোলজিস নামের প্রতিষ্ঠানের কর্ণধারকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনা জানা ছিল না বলে গতকাল দুপুরে দাবি করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘আমি জানতাম না। এখন খোঁজখবর নেব।’