<p style="text-align:justify">টঙ্গির কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রতাহার করে নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা বলা হয়েছে।</p> <p style="text-align:justify">গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি বিবেচনা পূর্বক গত ১৮ ডিসেম্বর বুধবার বিকেল ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি সংক্রান্তে জারিকৃত নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি শুক্রবার থেকে প্রত্যাহার করা হলো।</p> <p style="text-align:justify">বিশ্ব ইজতেমা ময়দান মাঠ দখল নিয়ে গেল ১৭ ডিসেম্বর রাতে তাবলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। পরে দুপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমা ময়দান খালি করার সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জয় বাংলা স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন ছাত্রলীগের ৫ নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735978650-bfb919e165516f9afd13ca9734885aaf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জয় বাংলা স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন ছাত্রলীগের ৫ নেতা</p> </div> </div> </div> </div> </div> <p style="text-align:justify">পরে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইজতেমা ময়দান ঘিরে জারি করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে নিজেদের তাবলীগী মারকাজে সহাবস্থান বজায় রাখতে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের অনুরোধ জানিয়েছে সরকার।</p>