ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

এক শতাংশ সম্ভাবনা নিয়ে বার্নাব্যুতে যাচ্ছেন গার্দিওলা, মানতে নারাজ আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
এক শতাংশ সম্ভাবনা নিয়ে বার্নাব্যুতে যাচ্ছেন গার্দিওলা, মানতে নারাজ আনচেলত্তি
রিয়াল কোচ আনচেলত্তি ও সিটি কোচ গার্দিওলা। ছবি : ফেসবুক

পেপ গার্দিওলা নিজেই খুব একটা আশাবাদী নন, ‘এই পজিশনে দাঁড়িয়ে বার্নাব্যুতে জেতা, ব্যাপারটা সবাই জানে। ম্যাচের আগে যদি জিজ্ঞাস করা হয় সম্ভাবনা কত শতাংশ? তাহলে বলতে হবে আমি সত্যিই জানি না। এক শতাংশ সম্ভাবনা নিয়ে বার্নাব্যুতে যাচ্ছি আমরা।’ শেষ ষোলোতে খেলতে হলে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারের ফল যে পাল্টে দিতে হবে ম্যানচেস্টার সিটিকে।

গার্দিওলা নিজে বিস্তর ব্যবধানে এগিয়ে রাখছেন রিয়ালকে। কিন্তু তাঁর কথার সঙ্গে একমত নন কার্লো আনচেলোত্তি। গার্দিওলা ইচ্ছাকৃতভাবে ম্যানসিটিকে পিছিয়ে রাখছেন বলেই অভিমত রিয়াল কোচের, ‘সত্যিকার অর্থে সে এমন চিন্তা করছে না। আগামীকাল (আজ) ম্যাচ শুরুর আগে এ নিয়ে তাকে জিজ্ঞাসা করব, আসলেই কী তুমি মনে করো তোমার দলের সম্ভাবনা এক শতাংশ।

বাস্তবে সে হয়তো ভাবছে তাদের আরো বেশি সম্ভাবনা আছে—আমি মনে করি না আমাদের ৯৯ শতাংশ সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, আমরা কিছুটা সুবিধেজনক অবস্থানে আছি।’

চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মে অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় সিটিজেনদের একেবারে বাতিলের খাতায় ফেলার অবকাশ নেই। ১-০ গোলের জয়েও তো তাদের সামনে খুলে যাবে সম্ভাবনার দুয়ার।

কিন্তু ফিরতি লড়াইটা সান্তিয়াগো বার্নাব্যুতে বলে হয়তো বড় কোনো স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন না গার্দিওলা! কারণ, ফর্মের তুঙ্গে থাকার সময়ও ম্যানসিটি খুব একটা বশে আনতে পারেনি লস ব্লাংকোসদের। এবার তো মাঠে সিটির ছন্নছড়া অবস্থা। আনচেলোত্তি গার্দিওলার মতের যতই বিরোধিতা করেন, সার্বিক চিত্রে সম্ভাবনার পাল্লা অনেকটা হেলে রিয়ালের দিকে। অবশ্য নিজেদের পিছিয়ে রাখলেও মাঠে নামার আগে পুরোপুরি আশা ছেড়েও দিচ্ছেন না সিটি কোচ, ‘সুযোগ আছে বলে আমরা চেষ্টা করব এটা নিশ্চিত। তবে বাস্তবতা হচ্ছে চলতি মৌসুমে আমরা মাইল ব্যবধানে পিছিয়ে আছি।

প্রথম লেগে জেতার সুবিধা নিয়ে আজ রাতে মাঠে নামবে পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড এবং জুভেন্টাসও। পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি ব্রেস্তকে আতিথ্য দেবে ৩-০ গোলের জয়ের স্বস্তি নিয়ে। প্রথম লেগে একই ফলের সুখস্মৃতি নিয়ে নিজ মাঠে স্পোর্তিংয়ের বিপক্ষে খেলবে ডর্টমুন্ড। আর ২-১ গোলে এগিয়ে থেকে পিএসভি আইন্দোভেনের মাঠে খেলবে জুভেন্টাস। এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিপক্ষে অনেক আবেগ ও রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে : ভারতীয় ডিফেন্ডার

রানা শেখ, শিলং থেকে
রানা শেখ, শিলং থেকে
শেয়ার
বাংলাদেশের বিপক্ষে অনেক আবেগ ও রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে : ভারতীয় ডিফেন্ডার
ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ইর্ষা করার মতো নয়। সেখানে ভারত অনেকটা এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে সবসময়ই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।

আরো একটি ভারত-বাংলাদেশ লড়াইয়ের অপেক্ষা। আর মাত্র অপেক্ষা এক দিনের। এরই মধ্যে উত্তাপ ও উত্তেজনা টের পাচ্ছেন দুই দলের ফুটবলাররা। এই যেমন ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান মনে করছেন, রোমাঞ্চকর এক ম্যাচ হতে চলেছে।

ভারতের অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘যখনই আমরা বাংলাদেশের মুখোমুখি হই, আমরা জানি এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ ও রোমাঞ্চ মিশে থাকে। তারা আমাদের প্রতিবেশী, তাই আপনি এটা প্রত্যাশা করতে পারেন কিন্তু অধিকাংশ সময় আমরাই তাদেরকে টপকে সাফল্য পেয়েছি।’

মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত। এখন পর্যন্ত ৩১ দেখায় ভারতের জয় ১৬ বার।

বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ, সেটাও ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপে। ড্র ১২টি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষা এবার ফুরাতে চায় বাংলাদেশ। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরী থাকায় সেই স্বপ্নের পালে হাওয়া দিয়েছে। প্রতিপক্ষ ভারতও হামজাকে বেশ সমীহ করছে।
তাকে ঘিরে নানা ছক আঁকছেন স্বাগতিক কোচ মানাকো মারকেজ।

বাংলাদেশ ঘাসের মাঠে একদিন অনুশীলনের পর টানা দুদিন অনুশীলন করেছে জওয়াহেরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সের টার্ফের মাঠে। অন্যদিকে ভারত টানা অনুশীলন করে যাচ্ছে ম্যাচ ভেন্যুতে। রবিবারসহ গত তিন দিন রুদ্ধধার অনুশীলন করেছে ভারত। তাদের প্রস্তুতি কোনো গণমাধ্যম প্রবেশের অনুমতি মিলেনি। দলের কৌশল আপাতত বাইরে জানাতে দিচ্ছেন না ভারতের কোচ মারকেজ।

মঙ্গলবার জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি।

মন্তব্য

আরো ২০ ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করল সরকার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আরো ২০ ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করল সরকার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই আলোকে এবার ক্রীড়াঙ্গনের আরো ২০টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন
‘অপরাধে জড়িত বিএনপি নেতাকর্মীদের তালিকা হচ্ছে’

‘অপরাধে জড়িত বিএনপি নেতাকর্মীদের তালিকা হচ্ছে’

 

পরিবর্তন করা স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হলো- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন।

এর বর্তমান নাম দেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে। এ ছাড়া রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। 

আরো পড়ুন
বিপিএর সভাপতি আব্দুল হান্নান ও মহাসচিব ইয়ামিন শাহরিয়ার

বিপিএর সভাপতি আব্দুল হান্নান ও মহাসচিব ইয়ামিন শাহরিয়ার

 

জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে নামকরণ করা হয়েছে ফতুল্লা স্টেডিয়ামের। বাকি ক্রীড়া স্থাপনাগুলো কোনো ব্যক্তির পরিবর্তে নিজ নিজ বিভাগ, জেলা ও উপজেলার নামে পরিবর্তন করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপ ঘোচাতে চান ইব্রাহিম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপ ঘোচাতে চান ইব্রাহিম
শিলংয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাংলাদেশের ফুটবলাররা। ছবি : মীর ফরিদ, শিলং থেকে

সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন মোহাম্মদ ইব্রাহিম। দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর দলে ফেরার মুহূর্তটা এবার রাঙাতে চান ফরোয়ার্ড। সঙ্গে ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপও ঘোচাতে চান তিনি।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে শিলংয়ে বাংলাদেশ দল।

আগামী ২৫ মার্চকে সামনে রেখে নিজের মনের কথা জানিয়েছেন ইব্রাহিম। তিনি বলেছেন, ‘সল্টলেকে যে ম্যাচটা ২০১৯ সালে হয়েছিল, ওই ম্যাচেও ছিলাম। এবারও দলে আছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আছে, ওই বার গোল করতে পারিনি, এই ম্যাচে গোল করে আত্মতৃপ্তি পাওয়ার।

ভারতের বিপক্ষে আক্রমণভাগের সতীর্থদের নিয়ে সুযোগ বুঝে কোপ মারার ইচ্ছার কথা জানিয়েছেন ইব্রাহিম। আবাহনীর হয়ে মাঠ মাতিয়ে সুযোগ পাওয়ার ফরোয়ার্ড বলেছেন, ‘আসলে গোল পাওয়াটা একটা টিম ওয়ার্কের উপর নিরভর করে। আমরা সবাই চেষ্টা করব। সুযোগ যে পাবে, আমাদের টার্গেট থাকবে কোচ যে পরিকল্না করছে, সেটা বাস্তবায়ন করা।

দলে ফিরতে পেরে খুশি হয়েছেন ইব্রাহিম। ২৭ বছর বয়সী ফুটবলার বলেছেন, ‘দলের সবার অবস্থা ভালো। ব্যক্তিগতভাবে বলতে গেলে, অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। যদি সেরা একাদশে খেলতে পারি, ভালো লাগবে। যদি বদলি নেমেও খেলতে পারি, চেষ্টা করব দলে প্রভাব রাখার।

অন্যদিকে ভারতের বিপক্ষে এবার গোল কনসিড করতে চান না তপু বর্মণ। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেছেন, ‘অনেকগুলো ম্যাচই খেলেছি ভারতের সঙ্গে। এবারের ম্যাচ ব্যতিক্রম। কারণ কি একটা হাইপ উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিবাচক, আমাদের দিকে তাকিয়ে আছে। বড় দয়িত্ব থাকবে আমার। সবচেয়ে বড় ব্যপার হল গোল কনসিড না করা। সে সঙ্গে দলকে উজ্জীবিত করা। আমার সঙ্গে (রক্ষণে) যে তিনজন থাকবে, তাদের নিয়ে ভাল একটা ফাউট দেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে মাঠে ফিরেছেন সুনীল ছেত্রী। তার ওপর বাড়তি নজর থাকবে বলে জানিয়েছেন তপু। তিনি বলেছেন, ‘ভারত দল সবসময় ভাল হয়। তাদের সকল খেলোয়াড় আইএসএল খেলে এসেছে। যারা ইনজুরড, তাদের পরিবর্তে যারা এসেছেন, তারাও ভাল। তারা ভাল দল, ভাল প্রতিপক্ষ। সুনীল ছেত্রীর কথা বলি সে অবসরে যাওয়ার পর কিন্তু ভারত ম্যাচ জিতেনি। দলের জন্য অনুপ্রেরণা। সে ফেরার পর কিন্তু ম্যাচ জিতেছে। তার ওপর বাড়তি নজর দিতে হবে।’

মন্তব্য

কিষানের সেঞ্চুরির ম্যাচে জয় হায়দরাবাদেরই

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কিষানের সেঞ্চুরির ম্যাচে জয় হায়দরাবাদেরই
অভিষেক সেঞ্চুরির পর বুনো ‍উল্লাস কিষানের। ছবি : ক্রিকইনফো

জয়-পরাজয় যাই হোক আইপিএলে নিজের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলবেন এটা নিশ্চিত। রাজস্থান রয়্যালসের ব্যাটারের এমন পারফরম্যান্স অবশ্য ২০২০ সাল থেকে শুরু হয়েছে।

এবারের আইপিএলেও ব্যতিক্রম কিছু হয়নি। প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি তুলে নিয়েছেন স্যামসন।

টানা ষষ্ঠ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেও অবশ্য হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৪৪ রানে হারতে হয়েছে তার দলকে।

রেকর্ড ২৮৭ রান তাড়া করতে নেমে শুরুতেই থাক্কা খায় রাজস্থান। লক্ষ্য বড় হওয়ায় রাজস্থানের শুরুটা যখন বিধ্বংসী হওয়ার কথা ছিল তখন ৫০ রানে ৩ উইকেট হারায় তারা।

চতুর্থ উইকেটে অবশ্য ১১১ রানের জুটি গড়ে দলের হাল ধরেন স্যামসন ও ধ্রুব জুরেল। হাল ধরলেও জয় এনে দিতে পারবেন এমন পর্যায়ে কখনোই দলকে নিতে পারেননি। কেননা দলীয় ১৬১ রানের সময়ই যখন দুজনই বিদায় নিলেন ততক্ষণে ওভার শেষ হয়েছে ১৪.২।

হায়দরাবাদের বিপক্ষে আজ স্যামসনের ৬৬ রানের বিপরীতে সর্বোচ্চ ৭০ রান করেছেন জুরেল।

৭ চার ও ৪ ছক্কার ইনিংসটির আগে সর্বশেষ পাঁচ আইপিএলের প্রথম ম্যাচটিতে খেলা স্যামসনের স্কোরগুলো ছিল ধারাবাহিকভাবে—৮২*, ৫৫, ৫৫, ১১৯, ৭৪ (প্রথমে সর্বশেষ আইপিএলের ইনিংস)। দুজনের বিদায়ের পর শেষ দিকে ৪২ ও ৩৪ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান শিমরন হেটমায়ার ও শুবম দুবে।

এর আগে ঘরের মাঠ হায়দরাবাদে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ রানের স্কোর গড়ে হায়দরাবাদ। রানের পাহাড় গড়তে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকান ঈশান কিষান। অপরাজিত ১০৬ রানের ইনিংসটি আবার আইপিএলের ইতিহাসে তার প্রথম সেঞ্চুরি।

টানা ৭ মৌসুম মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে টুর্নামেন্ট মাতানো বাঁহাতি ব্যাটার হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচেই স্বপ্নের তিন অঙ্ক স্পর্শ করলেন। বড় রানে সংগ্রহে ৬৭ রানের ইনিংস খেলে অবদান রেখেছেন ট্রাভিস হেডও।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৮৭ রানের স্কোরটিও হায়দরাবাদের। ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রেকর্ডটি গড়ে তারা। আজ এক রানের জন্য সেই রেকর্ড স্পর্শ করতে পারেননি হেড-কিষানরা। হায়দরাবাদ না পারলেও বিব্রতকর এক রেকর্ড গড়েছেন জফরা আর্চার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান খরচের। আজ হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান দিয়েছেন। এতে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি পেয়েছেন মোহিত শর্মা। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন গুজরাট লায়নসের পেসার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ