<p style="text-align:justify">দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১২ হাজার ২৯৮ কোটি টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজধানী থেকে হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729833511-aab311188b4cfc678fb5f645f2a09e93.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজধানী থেকে হিজবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/25/1438982" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.৮৪ শতাংশ বা ১২ হাজার ২৯৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা।</p> <p style="text-align:justify">চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪৩.৩৮ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫১.২২ পয়েন্ট বা ২.৬৫ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩০.১২ পয়েন্ট বা ২.৫৭ শতাংশ। তবে সূচক পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।</p> <p style="text-align:justify">সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ  টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ২৭২ কোটি ২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪২১ কোটি ৪০ লাখ টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লিটনকন্যা ডা. অর্ণা: দুই মাসে অফিস করেছেন ৯ দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729833820-e23504c4da38388e5b9574ea6f01f545.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লিটনকন্যা ডা. অর্ণা: দুই মাসে অফিস করেছেন ৯ দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1438984" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify"><br />  <br /> এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২০ কোটি ৬৮ লাখ টাকা বা ৬.৫০ শতাংশ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে।</p> <p style="text-align:justify">এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৬৩টি কম্পানির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কম্পানির।</p>