ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

বারের মেঝে ভেঙে পড়ে ১৩ জন আহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বারের মেঝে ভেঙে পড়ে ১৩ জন আহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি পাবের (এলাকার ছোট পানাহারের জায়গা) মেজেনাইন ফ্লোর ধসে গিয়ে ১৩ জন আহত হয়েছেন।

জরুরি সহায়তা সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর আগে চালু হওয়া ‘টু মোর ইয়ার্স’ নামের ওই পাবে শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। দমকলকর্মীরা গিয়ে ভেঙে পড়া অংশের নিচ থেকে সাতজনকে উদ্ধার করেছেন। প্যারামেডিকস কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং বাকি ১০ জন অল্প আঘাত পেয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্ট্র্যাটফোর্ডের বাসিন্দা হ্যাল নামের একজন মানসিক স্বাস্থ্যকর্মী। তিনি সেখান থেকে অল্পের জন্য নিজেকে রক্ষা করতে পেরেছেন। হ্যাল বলেন, ‘জোরে একটা আওয়াজের মতো শোনা গিয়েছিল। কিছুটা ভূমিকম্পের পরিস্থিতির মতো।

কখনোই এ রকম কিছুর জন্য প্রস্তুত থাকা যায় না।’

হ্যাল আরো জানান, ক্ল্যাপটন সিএফসি ও স্টোনওয়াল এফসির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখার পর তিনি পাবে মেজেনাইন ফ্লোরের ঠিক মাঝ বরাবর বসে ছিলেন। তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে নিজেকে বের করতে পেরেছি।’

লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের স্ট্র্যাটেজিক কমান্ডার ব্রায়ান জর্ডান বলেন, দুর্ঘটনাটিকে বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুল্যান্সের একটি দল সেখানে পাঠানো হয়েছিল।

সূত্র : বিবিসি

মন্তব্য

বালোচ কর্মীদের আটক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে উদ্বেগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বালোচ কর্মীদের আটক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে উদ্বেগ
সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তানে বালোচ মানবাধিকার কর্মীদের আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় আইনপ্রণেতারা। এর সমাধানে তারা ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপের কামনা জানিয়েছেন। খবর দ্য বেলুচিস্তান পোস্টের।

ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাসের কাছে একটি চিঠি লিখেছেন পরিবেশবাদী ক্যারোলা র‍্যাকে‌টে এবং ইউরোপীয় পার্লামেন্টের তিন সদস্য মাইকেল ম্যাকনামারা, রিমা হাসান এবং লি অ্যান্ডারসন।

তারা বালোচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) সদস্য ডা. মাহরাং বালোচ, বেবারগ জেহরি ও সাম্মি দীন বালোচসহ অন্যান্যদের গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা পাকিস্তানে বালোচ কর্মী ও মানবাধিকার রক্ষাকারীদের বেআইনি গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ সংগ্রামের জন্য এই ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে।’

বালোচ ইয়াকজেহতি কমিটির সংগঠক এবং সুপরিচিত মানবাধিকার কর্মী ডা. মাহরাং বালোচ ২২ মার্চ কোয়েটায় একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে গ্রেপ্তার হন।

তিনি বর্তমানে হুড্ডা জেলা কারাগারে বন্দি রয়েছেন।

বিওয়াইসি-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বেবারগ জেহরি একজন প্রতিবন্ধী। তাকে ২০ মার্চ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে এবং তিনি বর্তমানে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)-এর হেফাজতে রয়েছেন। 

এছাড়া সাম্মি দীন বালোচ করাচি সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন।

আদালত ২৫ মার্চ তার মুক্তির নির্দেশ দিলেও তাকে আবারো গণশান্তি রক্ষার (এমপিও) আইনের আওতায় আটক করা হয়।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

ব্রিটিশ ২ নারী এমপিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্রিটিশ ২ নারী এমপিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল ইসরায়েল
সংগৃহীত ছবি

পার্লামেন্টের অফিশিয়াল সফরে গিয়েও ইসরায়েলে প্রবেশের অনুমতি পাননি আবতিসাম মোহাম্মদ ও ইউয়ান ইয়াং নামের দুই নারী ব্রিটিশ এমপি। জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থেকেই দুই সহকারীসহ তাদের ফেরত পাঠিয়েছে ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ। খবর বিবিসি ও টাইমস অব ইসরায়েলের।

এমন ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।

তিনি এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি ইসরায়েলি সরকারের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এ ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।

তবে ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ এমপি আবতিসাম মোহাম্মদ এবং ইউয়ান ইয়াংকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর’ উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, লুটন থেকে বিমানে করে বেন গুরিয়ন বিমানবন্দরে শনিবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে অবতরণ করেন দুই এমপি- ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ।

সঙ্গে ছিলেন তাদের দুই সহকারী।

বিমানবন্দরে নিরাপত্তা জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, তাঁরা ব্রিটিশ পার্লামেন্টের একটি অফিশিয়াল প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল সফরে এসেছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কোনো প্রতিনিধিদলের সফরের অনুমোদন তাদের কাছে ছিল না।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ‘ইসরায়েলবিরোধী ঘৃণার’ প্রচার।

এরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আর্বেল চারজনেরই প্রবেশ বাতিল করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের দুজনের সফর একটি সংসদীয় প্রতিনিধিদলের অংশ ছিল।

এক বিবৃতিতে ল্যামি আরো বলেন, যুক্তরাজ্য সরকারের এখন মূল লক্ষ্য গাজায় একটি যুদ্ধবিরতি, রক্তপাত বন্ধে আলোচনা শুরু করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজায় চলমান সংঘাতের অবসান ঘটানো।

মন্তব্য

ফের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু

ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সোমবার হোয়াইট হাউসে তারা সাক্ষাৎ করবেন বলে শনিবার ইসরায়েলি ও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন। এই সফরে তারা সম্প্রতি ঘোষিত ব্যাপক শুল্কনীতি নিয়ে আলোচনা করবেন। খবর টাইমস অব ইসরায়েলের।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি নেতানিয়াহুর চতুর্থ ও ট্রাম্পের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এই সফরে নেতানিয়াহু প্রথম বিদেশি নেতা হিসেবে নতুন শুল্কনীতির ওপর ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। ট্রাম্পের নীতির আওতায় ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

শনিবার রাতে নেতানিয়াহু নিজেও সফরের বিষয়টি নিশ্চিত করেন।

তার কার্যালয় জানায়, দুই নেতা ‘জিম্মিদের মুক্তির জন্য চুক্তিতে পৌঁছানো, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর বিষয়’ নিয়েও আলোচনা করবেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত ও উষ্ণ সম্পর্ককে মূল্যায়ন করেন এবং তাকে ধন্যবাদ জানান যে তিনি বৈশ্বিক শুল্ক আরোপের পর প্রথম নেতা হিসেবে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছেন; যেমন তিনি হোয়াইট হাউসে যোগদানের পরও প্রথম বিদেশি নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

আরো পড়ুন
গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল

গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল

 

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতানিয়াহু সম্ভবত মঙ্গলবার সকালে ওয়াশিংটন থেকে ইসরায়েলে ফিরবেন বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়। 

মন্তব্য

গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল
সংগৃহীত ছবি

দক্ষিণ গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনায় তাদের সৈন্যরা ভুল করেছিল বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গত ২৩ মার্চ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুল্যান্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক গাড়ির সমন্বয়ে গঠিত বহর রাফাহর কাছে এই হামলার শিকার হয়েছিল। 

রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইসরায়েল দাবি করেছিল যে সৈন্যরা গুলি চালায়, কারণ ওই গাড়ির বহরটি ‘সন্দেহজনকভাবে’ অন্ধকারে হেডলাইট না জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিল। এ ছাড়া ওই যানবাহনগুলোর চলাচলের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আগে থেকে সমন্বয় করা হয়নি বা কোনো অনুমোদন নেওয়া হয়নি।

কিন্তু নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, গাড়িগুলোর লাইট জ্বালানো ছিল এবং তারা আহত মানুষকে সাহায্য করতে সাড়া দিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে নিহত চিকিৎসাকর্মীর অন্তত ছয়জন হামাসের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এখন পর্যন্ত তারা এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। তবে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, গুলি চালানোর সময় তারা নিরস্ত্র ছিল।

নিউ ইয়র্ক টাইমস শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরের আগে রাস্তায় গাড়িগুলো দাঁড়ানো মাত্র গুলি চালানো শুরু হয়।

ভিডিওটি পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলে, যেখানে চিকিৎসাকর্মী রিফাত রাদওয়ানকে তার শেষ প্রার্থনা পড়তে শোনা যায়, এরপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠ শোনা যায়, যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসে।

শনিবার সন্ধ্যায় এক আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের জানান, এর আগে সৈন্যরা তিনজন হামাস সদস্য থাকা একটি গাড়িতে গুলি চালায়। 

যখন অ্যাম্বুল্যান্সগুলো সাড়া দিয়ে ঘটনাস্থলের দিকে এগোয়, তখন আকাশ থেকে নজরদারি চালানো পর্যবেক্ষকরা মাটিতে থাকা সৈন্যদের জানান যে কনভয়টি ‘সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছে’।

ভিডিওটি পাঁচ মিনিটের বেশি সময় ধরে চলে, যেখানে প্যারামেডিক রেফাত রাদওয়ানকে শেষ প্রার্থনা করতে শোনা যায়, এরপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠস্বর শোনা যায়, যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসছিল।

শনিবার সন্ধ্যায় এক আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সৈন্যরা এর আগে এক গাড়িতে থাকা তিনজন হামাস সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পরে অ্যাম্বুল্যান্সের বহরটি ঘটনাস্থলে পৌঁছলে আকাশপথ থেকে নজরদারি চালানো পর্যবেক্ষকরা সৈন্যদের সতর্ক করেন যে ‘সন্দেহজনকভাবে’ কিছু গাড়ি এগিয়ে আসছে। যখন অ্যাম্বুল্যান্সগুলো হামাস সদস্যদের গাড়ির পাশে দাঁড়ায়, সৈন্যরা মনে করে তাদের ওপর হামলা হতে পারে এবং গুলি চালায়। যদিও জরুরি সহায়তাকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না।

ইসরায়েল স্বীকার করেছে, তারা আগে যে বলেছিল গাড়িগুলোতে লাইট ছিল না সেটি ভুল ছিল এবং এ জন্য ঘটনায় জড়িত সৈন্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে জানিয়ে তাদের দায়ী করা হয়।

ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং চিকিৎসাকর্মীরা দূর থেকে দৃশ্যমান ক্ষমতাসম্পন্ন পোশাক পরে ছিলেন।

আইডিএফ কর্মকর্তা বলেন, ১৫ জন নিহত কর্মীর মৃতদেহ বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করতে সৈন্যরা বালুর নিচে পুঁতে রাখে। পরদিন রাস্তা পরিষ্কার করার জন্য গাড়িগুলো সরিয়ে কবর দেওয়া হয়।

ঘটনার এক সপ্তাহ পরও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তাব্যবস্থা করতে না পারায় এবং ঘটনাস্থলের অবস্থান নির্ধারণে ব্যর্থ হওয়ায় মরদেহগুলো উদ্ধার করা যায়নি। পরে একটি ত্রাণদল মরদেহগুলো খুঁজে পেলে রেফাত রাদওয়ানের মোবাইল ফোনও তারা পায়, যাতে ওই হামলার ভিডিও ছিল।

নিহতদের কারো হাত বাঁধা ছিল বা তাদের কাছ থেকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে কিছু প্রতিবেদনে বলা হলেও তা অস্বীকার করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তা।

আইডিএফ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা এ ঘটনার একটি ‘বিশদ তদন্ত’ চালাবে, যাতে ঘটনাপ্রবাহ এবং পরিস্থিতি মোকাবেলার পদ্ধতি বোঝা যায়। রেড ক্রিসেন্টসহ অনেক আন্তর্জাতিক সংস্থা এ ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

আরো পড়ুন
যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচারের অভিযোগ

যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচারের অভিযোগ

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৫০ হাজার ৬০০-র বেশি মানুষ নিহত হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ