<p>মানবজাতি কার্যত এক ‘চরম তাপপ্রবাহ মহামারি’ দুর্ভোগ পোহাচ্ছে জানিয়ে তাপপ্রবাহের প্রভাব কমাতে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।</p> <p>গত বৃহস্পতিবার সাংবাদিকদের গুতেরেস বলেন, শত শত কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম তাপপ্রবাহ মহামারির মুখোমুখি হচ্ছে। ক্রমবর্ধমান তীব্র তাপে তারা নিস্তেজ হয়ে পড়ছে। বিশ্বে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে।</p> <p>এটি ১২২ ডিগ্রি ফারেনহাইট। এমন তাপমাত্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়। জাতিসংঘ মহাসচিব বলেন, তীব্র তাপপ্রবাহ ক্রমবর্ধমানভাবে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, বৈষম্য বাড়িয়ে তুলছে, টেকসই উন্নয়ন লক্ষ্য ক্ষুণ্ন করছে এবং মানুষের প্রাণ কাড়ছে। জীবাশ্ম জ্বালানি, মানুষের প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণেই এমন তাপপ্রবাহ দেখা দিচ্ছে বলে জানান গুতেরেস।</p> <p>তাপমাত্রা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সাবধান বার্তা এমন একসময় এলো যখন আগের দিনই ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা জানায়, ওই সপ্তাহে বিশ্ব তার সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড করেছে। গত বুধবার কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানায়, গত ২২ জুলাই বিশ্বের ভূপৃষ্ঠসংলগ্ন বাতাসের গড় তাপমাত্রা বেড়ে ১৭.১৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এটি আগের দিনের রেকর্ড করা তাপমাত্রা থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানায় সংস্থাটি। সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ রেকর্ডমাত্রায় তাপমাত্রার মধ্যে দিন পার করেছে।</p> <p>এর মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দেশগুলো রয়েছে, যেখানে এই সংকট সামাজিক বৈষম্য আরো বাড়িয়ে তুলছে। বৈশ্বিক কর্মশক্তির ৭০ শতাংশ ২.৪ বিলিয়ন মানুষ এখন তীব্র তাপপ্রবাহের উচ্চঝুঁকিতে রয়েছে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রম সংস্থা এক প্রতিবেদনে এ কথা জানায়।</p> <p>সূত্র : এএফপি, আলজাজিরা</p> <p> </p>