<p>ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাটে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। তাদের অনুমান, ওই যুবক বাংলাদেশি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে ওই যুবকের মৃত্যু হয়। তার দেহ রবিবার ময়নাতদন্তের পাঠানোর কথা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতবিরোধী পোস্টে সমর্থন, দেশে ফিরে আসতে হলো বাংলাদেশি ছাত্রীকে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/27/1724755534-2542e47a0c3ebec7134944f771b4ad86.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতবিরোধী পোস্টে সমর্থন, দেশে ফিরে আসতে হলো বাংলাদেশি ছাত্রীকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/27/1419321" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরো জানিয়েছে, ওই যুবকের নাম মিজান গাজী। শনিবার ন্যাজাট এলাকা থেকে মিজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মিজান। শিগগিরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে কালো তালিকাভুক্ত হয়ে ফিরলেন বাংলাদেশি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/16/1726489506-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে কালো তালিকাভুক্ত হয়ে ফিরলেন বাংলাদেশি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/16/1426119" target="_blank"> </a></div> </div> <p>পুলিশের অনুমান, ওই যুবকের বাড়ি বাংলাদেশে। সম্ভবত অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তিনি। বসিরহাট হাসপাতালের পুলিশ মর্গে তার দেহ রাখা হয়েছে।</p> <p>বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান রবিবার বলেন, ‘গতকাল এক যুবক ধরা পড়েছিলেন। থানায় নিয়ে আসার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় চিকিৎসক দেখানোর পর বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। আজ দেহটি ময়নাতদন্ত করা হবে। তবে তার কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ মেলেনি। মনে করা হচ্ছে, তিনি বাংলাদেশি নাগরিক।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশিরা না যাওয়ায় ধুঁকছে কলকাতার নানা ব্যবসা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/08/1725790083-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশিরা না যাওয়ায় ধুঁকছে কলকাতার নানা ব্যবসা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/08/1423345" target="_blank"> </a></div> </div>