<p style="text-align:justify">যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি–মার্কিন সদস্য রাশিদা তায়েব। মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পান এই ডেমোক্র্যাট প্রার্থী। তার নির্বাচনী আসনে বিপুল সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। </p> <p style="text-align:justify">প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী রাশিদা তায়িব ৭২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেমস হুপার পেয়েছেন ২৩ দশমিক ৫ শতাংশ ভোট। </p> <p style="text-align:justify">দীর্ঘদিন ধরে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে সরব রাশিদা তায়িব। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলে অভিহিত করেছেন তিনি। এই আগ্রাসনে যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ সমর্থনের তীব্র সমালোচনা করে নিজের সহকর্মীদের বিরাগভাজনও হতে হয়েছে তাকে। </p> <p style="text-align:justify">তবে রাশিদা বলেন, তার সমালোচনা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি চুপ থাকবেন না বলেও অঙ্গীকার করেন।</p> <p style="text-align:justify">সূত্র : এপি</p>