১. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধুর কৃষিবিষয়ক ১০০ অমর বাণীর সংকলন ও স্মারকগ্রন্থের নাম যথাক্রমে—
ক) বাণী চিরসবুজ; চিরঞ্জীব
খ) বাণী চিরন্তন; চিরজীবী
গ) অমর বাণী; মৃত্যুঞ্জয়ী
ঘ) অমোঘ বাণী; চিরনতুন
২. কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ পেয়েছে কতজন?
ক) ২৫ জন খ) ২৬ জন গ) ২৭ জন ঘ) ২৮ জন
৩. গৃহস্থালি খাবার পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বিষয়ক অগ্রগতি ২০০০-২০ শীর্ষক যৌথ পর্যবেক্ষণ প্রকল্প (জেএমপি)-২০২১-এর প্রতিবেদন অনুযায়ী সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষে কোন দেশ?
ক) বাংলাদেশ খ) ভারত
গ) পাকিস্তান ঘ) শ্রীলঙ্কা
৪. সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে?
ক) চীন খ) জাপান
গ) দক্ষিণ কোরিয়া ঘ) থাইল্যান্ড
৫. ১ জুলাই (২০২১) বিশ্বের কোন বৃহত্তম রাজনৈতিক দলের শতবর্ষপূর্তি হয়?
ক) রিপাবলিকান পার্টি (যুক্তরাষ্ট্র)
খ) কমিউনিস্ট পার্টি (চীন)
গ) সোশ্যালিস্ট পার্টি (ফ্রান্স)
ঘ) লেবার পার্টি (যুক্তরাজ্য)
৬. বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে কত শতাংশ?
ক) ১২ শতাংশ খ) ১৫ শতাংশ গ) ১৮ শতাংশ ঘ) ২০ শতাংশ
৭. বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় হয়েছে কত ডলার?
ক) ১,৬৪২ কোটি খ) ১,৮২০ কোটি
গ, ২,৪৭৭ কোটি ঘ) ২,৮৫০ কোটি
৮. বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স বেড়েছে কত শতাংশ?
ক) ৩০ শতাংশ খ) ৩৩ শতাংশ গ) ৩৬ শতাংশ ঘ) ৪০ শতাংশ
৯. যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট সূচক-২০২১ অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
ক) সিঙ্গাপুর খ) দক্ষিণ কোরিয়া গ) জাপান ঘ) চীন
১০. সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট সূচক-২০২১ অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
ক) ১০০তম খ) ১০৬তম গ) ১১০তম ঘ) ১১৫তম
১১. সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২১-এর প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ বাস্তুচ্যুতর তালিকায় শীর্ষে কোন দেশ?
ক) ভারত খ) চীন
গ) ফিলিপাইন ঘ) বাংলাদেশ
১২. সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের (আইডিএমসি) গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ২০২১-এর প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ বাস্তুচ্যুতর তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
১৩. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সাইবার নিরাপত্তা সূচক-২০২১-এ শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ফ্রান্স ঘ) রাশিয়া
১৪. জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সাইবার নিরাপত্তা সূচক-২০২০-এ বাংলাদেশের অবস্থান কত?
ক) ৫০তম খ) ৫১তম
গ) ৫২তম ঘ) ৫৩তম
১৫. ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংকিং ২০২১’-এর তালিকায় শীর্ষে কোন দেশ?
ক) নিউজিল্যান্ড খ) যুক্তরাষ্ট্র গ) জার্মানি ঘ) স্পেন
উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. গ ৯. গ ১০. খ. ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক।
।