<p>রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলের নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন ৯ জনকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গত সোমবার তাজিকিস্তানের ভাখদাত এলাকার ৯ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রাজধানী দুশানবে থেকে গ্রেপ্তার করা হয়েছে। একটি অসমর্থিত সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে চালানো অভিযানে রাশিয়ার নিরাপত্তা বাহিনীরও সংশ্লিষ্টতা ছিল। রিয়া নভোস্তি আরো জানায়, ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে আটক সন্দেহভাজন ব্যক্তিদের যোগাযোগ থাকতে পারে।</p> <p>গত ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ প্রাণঘাতী হামলা চালায় একদল বন্দুকধারী। এতে অন্তত ১৪৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। ওই হামলার দায় স্বীকার করে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে হামলাকারীদের যোগাযোগ ছিল এবং হামলার পর ইউক্রেনে পালানোর চেষ্টা করে তারা। তবে রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ওই ঘটনার পর সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করে রুশ নিরাপত্তাবাহিনী। তাঁদের মধ্যে সরাসরি জড়িত চারজন তাজিকিস্তানের নাগরিক বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্র : আলজাজিরা</p>