<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাজিকিস্তানে গত তিন দশকে এক হাজারেরও বেশি হিমবাহ গলে বিলুপ্ত হয়ে গেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে তাজিকিস্তানের জ্বালানিমন্ত্রী এ কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাজিকিস্তানের জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রী দালের জুমা বলেন, ১৪ হাজার হিমবাহের মধ্যে ৩০ বছরে আমাদের দেশের গুরুত্বপূর্ণ এক হাজারের বেশি হিমবাহ গলে একেবারে বিলুপ্ত হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ার বিষয়টি পানিসম্পদ রক্ষার বৈশ্বিক প্রেক্ষাপটে বড় ধরনের হুমকির কারণ। গত বুধবার জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্য এশিয়ার দেশটিতে হাজার হাজার হিমবাহ রয়েছে। ওই অঞ্চলের খাদ্য ও পানির নিরাপত্তার ক্ষেত্রে এসব হিমবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত শুকনা মৌসুমে পানির চাহিদা পূরণ করার জন্য এগুলোর ওপর নির্ভর করতে হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের বিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীর শেষনাগাদ মধ্য এশিয়া থেকে হিমবাহ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে। এর প্রভাবে আট কোটির বেশি মানুষের অঞ্চল বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>