<p>নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে  মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে আরেক দফা টেলিভিশন বিতর্কের সম্ভবনা খারিজ করে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার  তিনি দাবি করেন, ফিলাডেলফিয়ায় টিভি বিতর্কে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">তিনি</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্পষ্টত</span> জয়ী হয়েছেন। এ কারণেই কমলা আরেকটি বিতর্ক চাচ্ছেন।</p> <p><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রেসিডেন্ট</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নির্বাচনকে</span> সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা ও রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ভোটারদের</span> মন জয় করতে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জোরেশোরে</span> প্রচারণা <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">চালিয়ে</span> যাচ্ছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় রাতে ফিলাডেলফিয়ায় মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই দুই প্রার্থী প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নেন। তাৎক্ষণিক কিছু জরিপে আভাস মেলে যে ভোটাররা মনে করেছেন, প্রতিপক্ষ ট্রাম্পের তুলনায় কমলা বিতর্কে ভালো করেছেন। গবেষণা প্রতিষ্ঠান নিলসেনের তথ্যানুযায়ী, ছয় কোটি ৭১ লাখ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">টেলিভিশন</span> দর্শক কমলা ও ট্রাম্পের বির্তক <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দেখেছেন।</span> কমলার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নৈপুণ্যে</span> উচ্ছ্বসিত তাঁর প্রচারণা শিবির ট্রাম্পের সঙ্গে আরেক দফা বিতর্কের আহ্বান জানায়। গত বৃহস্পতিবার আরিজোনায় একটি সমাবেশে অংশ নেন ট্রাম্প। সমাবেশের এক ফাঁকে কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের সম্ভাবনা নিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এটির প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি না। আমরা মনে করি, আমরা সব কিছুই আলোচনা করেছি এবং আমি মনে করি তারাও এটি চায় না।’ তবে কমলার প্রচারণা শিবির বলেছে, তাদের ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয় টিভি বিতর্কের জন্য প্রস্তুত। ট্রাম্প প্রস্তুত আছেন কি না, সে প্রশ্ন ছুড়ে দেয় তারা। নেভাডায় গতকাল শুক্রবার ট্রাম্পের সমাবেশ করার কথা। তাঁর প্রচারণাশিবির বলেছে, সমাবেশে তাদের নেতা অর্থনীতি নিয়ে বার্তা দেওয়ার দিকে নজর দেবেন। অন্যদিকে কমলার পেনসিলভানিয়ায় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সূত্র : বিবিসি, এএফপি.</p> <p> </p>