<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধবিধ্বস্ত লেবাননে ১১ টন চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে ভারত। মানবিক সহায়তার অংশ হিসেবে গত শুক্রবার এসব চিকিৎসাসামগ্রী পাঠানো হয়। লেবাননে মোট ৩৩ টন চিকিৎসাসামগ্রী পাঠাবে নয়াদিল্লি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত লেবাননে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। মোট ৩৩ টন চিকিৎসাসামগ্রী পাঠানো হচ্ছে। শুক্রবার প্রথমবারের চালানে ওষুধসহ ১১ টন চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়সওয়াল জানান, ৩৩ টন চিকিৎসাসামগ্রীর চালানের প্রথম কিস্তিতে গত শুক্রবার কার্ডিওভাসকুলার, এনএসএআইডি, অ্যান্টি-ইনফ্লেমেটরি এজেন্ট, অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন রোগের ওষুধ পাঠানো হয়েছে। বাকি চিকিৎসাসামগ্রী আগামী কয়েক দিনের মধ্যে পাঠানো হবে। এই সংকটের সময় লেবাননকে সাহায্য করায় ভারতের প্রতিশ্রুতির উল্লেখযোগ্য পদক্ষেপ এটি। দক্ষিণ লেবাননে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তার বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই। লেবাননে তাঁদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি আমরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননকে ইসরায়েল থেকে আলাদা করা ব্লু লাইন বরাবর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমরা উদ্বিগ্ন। সেখানে থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে ব্লু লাইন থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহারের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহবান জানিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলেছে, লেবাননের পশ্চিম বেকা জেলার বালৌল শহরের একটি ভবনকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে সাহমারের মেয়র হায়দার শাহলাসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। একটি সূত্র বলেছে, গতকাল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত দুটি ইসরায়েলি বিমান হামলা হয়েছে।                সূত্র : এনডিটিভি, আলজাজিরা</span></span></span></span></p>