<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুদানের কেন্দ্রীয় শহর ওয়াদ মাদানির একটি মসজিদে সেনাবাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়াদ মাদানি রেজিস্টেন্স কমিটি যুদ্ধবিধ্বস্ত দেশজুড়ে সহায়তা সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবী গোষ্ঠীর মধ্যে একটি। তারা স্থানীয় সময় মঙ্গলবার সকালে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, খার্তুমের ঠিক দক্ষিণে অবস্থিত আলজাজিরা রাজ্যের রাজধানীতে গত রবিবার মাগরিবের নামাজের পর এই হামলা হয়েছিল। কমিটি অভিযোগ করেছে, সেনাবাহিনী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যারেল বোমা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যবহার করে এই হামলা চালিয়েছে। অর্ধেকেরও বেশি নিহতকে এখনো শনাক্ত করা যায়নি। কারণ উদ্ধারকারীরা অনেক পোড়া ও বিকৃত দেহাবশেষের মধ্যে অনুসন্ধান করছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ চলছে। এই দুটি বাহিনী মধ্য সুদানের কৃষিনির্ভর আলজাজিরা রাজ্যের দখল নিয়ে তীব্র লড়াই চালাচ্ছে। যুদ্ধে উভয় পক্ষই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে। যার মধ্যে রয়েছে বেসামরিকদের লক্ষ্য করে হামলা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ এবং ত্রাণ আটকে রাখা বা লুটপাট করা। বিশেষভাবে আরএসএফের বিরুদ্ধে ব্যাপক লুটপাট ও এলাকায় অবরোধ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>