<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজার হাসপাতাল, বাস্তুচ্যুতদের তাঁবুসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তুমুল হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননেও বোমাবর্ষণ করে চলেছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্য গাজায় দেইর আল বালাহতে গতকাল মঙ্গলবার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর গাজায় কামলা আদওয়ান হাসপাতালে দ্বিতীয় দিনের মতো আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালে নবজাতক শিশুরাসহ চিকিৎসাকর্মী ও রোগীরা আহত হয়েছে। গতকাল উত্তর গাজায় বেইত লাহিয়ায় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজার সিভিল ডিফেন্স এজেন্সি গতকাল বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। সংস্থাটির মুখপাত্র জানান, পূর্ব গাজা সিটিতে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী বলেছে, তারা উত্তর গাজায় স্থলপথ ও আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েল। গত সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ইসরায়েলে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ এবং সংস্থাটিকে সহায়তা করতে ইসরায়েলি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গত মাসে পার্লামেন্টে বিল পাস করে ইসরায়েল। ইসরায়েলের এমন পদক্ষেপে গাজায় মানবিক সহায়তা তীব্র ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা বেড়েছে। ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মিসর। দেশটি এমন সিদ্ধান্তকে জাতিসংঘ, এর সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অগ্রহণযোগ্য অসম্মান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে উল্লেখ করেছে। গত সোমবার গভীর রাতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলে, ইউএনআরডব্লিউএর কার্যক্রম পরিচালনা চুক্তি থেকে ইসরায়েলের সরে যাওয়া এবং সংস্থাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মিসর। এদিকে ইউএনআরডব্লিউএ সাবধান করে বলেছে, তাদের কার্যক্রম বন্ধ করা হলে গাজায় ২০ লাখের বেশি মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়বে। সংস্থাটির যোগাযোগবিষয়ক পরিচালক জুলিয়েট টোমা ইসরায়েলের একটি সংবাদমাধ্যমকে এমন কথা জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে</span></span></strong><strong> </strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলা চলছে</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননেও</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে।</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশটির</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বলেছে, রাজধানী</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈরুতের</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণে উপকূলীয়</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকায়</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। সূত্র</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""> : </span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এএফপি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আলজাজিরা</span></span></span></span></span></p>