<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনের প্রতি কঠোর অবস্থানের জন্য পরিচিত ফ্লোরিডার দুই আইনপ্রণেতা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিদেশবিষয়ক দুই শীর্ষ পদ পেতে পারেন। তাঁরা হলেন সিনেটর মার্কো রুবিও</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (৫৩) এবং কংগ্রেসম্যান মাইকেল ওয়ালটজ (৫০)। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিনেটর মার্কো রুবিও। তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হওয়ার লড়াইয়ে আছেন বলে দুটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে। তবে তাঁর নিয়োগের বিষয়ে এখনো সম্মতি মেলেনি। অন্যদিকে সাবেক সামরিক কর্মকর্তা ও কংগ্রেসম্যান মাইকেল ওয়ালটজ ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সূত্র : বিবিসি</span></span></span></span></p>