<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমার থেকে আসা রোহিঙ্গা সন্দেহে থাইল্যান্ডে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার থাই কর্মকর্তা জানান, দেশের দক্ষিণে একটি দ্বীপ থেকে এই অবৈধ অভিবাসীদের আটক করা হয়। আটককৃত অবৈধ অভিবাসীদলটির মধ্যে ৩০ শিশুও রয়েছে। থাইল্যান্ডের ফাং ঙ্গা প্রদেশের পুলিশের কমান্ডার সোমকানে পোথিসরি বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা মায়ানমার থেকে আসা মুসলিম। তারা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশে দেশ ছেড়েছিল। দক্ষিণ থাইল্যান্ডের একটি দ্বীপের সৈকতে এই দলটিকে দেখা যায়। ফাং ঙ্গার গভর্নর সুপোজ রদরুং না নংখাই বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এখনো নিশ্চিত করতে পারিনি আটককৃত লোকজন রোহিঙ্গা নাকি অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করা মায়ানমারের নাগরিক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি জানান, কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করছে। শিশুদের সমাজ উন্নয়ন ও কল্যাণ বিভাগের তত্ত্বাবধানে রাখা হবে বলে তিনি জানান। রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি বলে গণ্য করে মায়ানমার সরকার। মায়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হয় না। সেই সঙ্গে দেশটিতে তারা ব্যাপক নির্যাতনের শিকার হয়। মায়ানমার সরকারের নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অনেকে মায়ানমার থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ারও চেষ্টা চালায়। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকার সময় এই প্রবণতার মাত্রা বেড়ে যায়। গত মাসেও শত শত রোহিঙ্গা বহনকারী নৌকাগুলো ইন্দোনেশিয়ায় ভেড়ে। সূত্র : আলঅ্যারাবিয়া </span></span></span></span></span></p>