<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রবীণ সাংবাদিক ডং ইউয়ুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রেস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে গুয়াংমিং ডেইলির ৬২ বছর বয়সী সাবেক সম্পাদক ও সাংবাদিক ডং ইউয়ুকে এক জাপানি কূটনীতিকের সঙ্গে মধ্যাডিগ্রি ভোজের সময় আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উত্থাপিত হয়। গত বৃহস্পতিবার আদালতে শুনানির দিন পুলিশ বেশ কঠোরভাবে পাহারার ব্যবস্থা করে আদালত চত্বরে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের এশিয়া প্রগ্রাম ম্যানেজার বেহ লিহ ই জানান, কূটনীতিকদের সঙ্গে কথা বলা একজন সাংবাদিকের কাজেরই অংশ। গুপ্তচরবৃত্তির মতো মিথ্যা ও অন্যায্য অভিযোগে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়া বিচারের নামে প্রহসন ছাড়া কিছুই নয়। চীনে আইনি সংস্কার থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ইস্যুতে দেশটির গণমাধ্যমে বেশ সরবও ছিলেন ডং ইউয়ু। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>