ইরানে আক্রমণের পরিকল্পনা করছেন বাইডেন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরানে আক্রমণের পরিকল্পনা করছেন বাইডেন
জো বাইডেন

বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণের পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ২০ জানুয়ারির আগে পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক সপ্তাহ আগে বৈঠক করেছেন।

এত দিন গোপন থাকলেও সম্প্রতি সেই তথ্য প্রকাশ্যে এসেছে বলে ওয়াশিংটন টাইমস-এর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এই খবর জানিয়েছে।

এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহানদিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।

তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এ ছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনিদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফসহ শীর্ষস্থানীয় নেতারা।

পেজেশকিয়ান বলেছেন, সোলাইমানির হত্যা প্রমাণ করে বিশ্বে মানবাধিকারের অন্যতম দাবিদার যুক্তরাষ্ট্র কতটা অমানবিক। ইরান সব সময় সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করব।

এদিকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন জানুয়ারি মাসের ২০ তারিখে। দ্বিতীয় মেয়াদে তাঁর দায়িত্ব নিতে এখনো প্রায় এক মাস বাকি থাকলেও পুরো বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ট্রাম্প নীতির সঙ্গে খাপ খাওয়াতে এখনই দৌড়ঝাঁপ শুরু করেছে। নিজ দেশে ব্যবসা-বাণিজ্যে সুরক্ষা দিতে তিনি যেসব নীতি নেবেন বলে এরই মধ্যে ঘোষণা করেছেন, তার প্রভাব ইতিমধ্যে বিভিন্ন দেশে পড়তে শুরু করছে। সূত্র : ওয়াশিংটন টাইমস, অ্যাক্সিওস, দ্য হিল

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী

শেয়ার
উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী
ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে গতকাল উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি
মন্তব্য

আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।

আল-খাতিম অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি থেকে ড্রোনগুলো উড্ডয়ন করা হবে। ড্রোনগুলো ৩০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং উচ্চ-নির্দিষ্ট লেন্সে সজ্জিত। এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান এবং দৃশ্যমানতা বিশ্লেষণ করা হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে আমিরাত রমজানের চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করেছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।

নিহতদের মধ্যে দুজন নারী এবং একটি শিশু রয়েছে। অন্যদিকে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তে পৃথক হামলায় আটজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযানে সাত সেনা নিহত হয়। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
পরে সেনাবাহিনীর অভিযানে তালেবানের আটজন নিহত এবং ছয়জন সেনা সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানিয়েছেন, বেলুচিস্তানে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।

প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীর আক্রমণের খবর পেয়েছে। সশস্ত্র দুষ্কৃতিরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে। একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারায়।
সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ