ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৭ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৭ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনাকে ‘ডাইনি শিকার’ বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনাকে ‘ডাইনি শিকার’ বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাসেজিং গ্রুপ সিগন্যাল অ্যাপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনাকে ডাইনি শিকার বা সমাজের হুমকি হিসেবে বিবেচিত গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এর জেরে ডেমোক্র্যাটরা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তথা পেন্টাগনপ্রধান পিট হেগসেথের পদত্যাগ দাবি করলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প।

ওভাল অফিসে গত বুধবার সাংবাদিকরা এই কেলেঙ্কারির জেরে হেগসেথের পদত্যাগ করা উচিত কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, হেগসেথ দারুণ কাজ করেছে। তার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এর মধ্যে আপনারা হেগসেথকে টানছেন কেন? দেখুন পুরো ব্যাপারটাই আসলে ডাইনি শিকারের বিষয়।

এদিকে ভুল করে ম্যাসেজিং গ্রুপ সিগন্যাল অ্যাপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ওই গ্রুপটিতে একজন সাংবাদিক যুক্ত থাকায় বিষয়টি ফাঁস হয়ে যায়। ওই সাংবাদিককে গ্রুপ ওয়াল্টজ নিজেই যোগ করেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার ফক্স নিউজকে ওয়াল্টজ বলেন, ‘আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমিই এই গ্রুপটি তৈরি করেছি। বিষয়টি বিব্রতকর।

অন্যদিকে মার্কিন সাময়িকী আটলান্টিকের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ ভুলে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের প্রত্যেক জ্যেষ্ঠ কর্মকর্তার রোষানলে পড়েছেন।

কয়েক দিন ধরে জেফ্রি গোল্ডবার্গকে প্রেসিডেন্ট ট্রাম্প হতভাগাবস্তাপচা নোংরা বলে গালাগাল দিচ্ছেন। পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজও তাঁকে মিথ্যাবাদীনোংরা বলেছেন। চলতি মাসের শুরুর দিকে তিনিই জেফ্রিকে ভুল করে একটি গ্রুপ চ্যাটে যুক্ত করেছিলেন।  সূত্র : বিবিসি, এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী

শেয়ার
উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী
ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে গতকাল উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি
মন্তব্য

আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।

আল-খাতিম অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি থেকে ড্রোনগুলো উড্ডয়ন করা হবে। ড্রোনগুলো ৩০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং উচ্চ-নির্দিষ্ট লেন্সে সজ্জিত। এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান এবং দৃশ্যমানতা বিশ্লেষণ করা হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে আমিরাত রমজানের চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করেছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।

নিহতদের মধ্যে দুজন নারী এবং একটি শিশু রয়েছে। অন্যদিকে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তে পৃথক হামলায় আটজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযানে সাত সেনা নিহত হয়। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
পরে সেনাবাহিনীর অভিযানে তালেবানের আটজন নিহত এবং ছয়জন সেনা সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানিয়েছেন, বেলুচিস্তানে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।

প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীর আক্রমণের খবর পেয়েছে। সশস্ত্র দুষ্কৃতিরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে। একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারায়।
সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ