সিরিয়ার পুনর্গঠন, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন নিশ্চিত করেছে সৌদি আরব। রিয়াদ সফরের পর গত শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় আল-শাইবানি উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিরিয়া নতুন প্রশাসনের এই সফরকে যুগান্তকারী মুহূর্ত আখ্যা দেন তিনি।
সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি সৌদির
কালের কণ্ঠ ডেস্ক

সম্পর্কিত খবর

মার্কিন সেনার সাজা কমাল রাশিয়া
কালের কণ্ঠ ডেস্ক

একজন মার্কিন সেনার সাজা সাত মাস কমিয়েছেন রাশিয়ার একটি আদালত। গতকাল সোমবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, প্রেমিকার টাকা চুরি এবং তাঁকে হত্যার হুমকির দায়ে মার্কিন সেনা সদস্য গর্ডন ব্লাককে রাশিয়ার ভ্লাদিভস্তক আদালত তিন বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন গত বছরের জুনে। গতকাল ওই শহরের একটি আপিল কোর্ট রায় দিয়েছেন, গর্ডনের কারাদণ্ড সাত মাস কমিয়ে তিন বছর দুই মাস করা হয়েছে। তাঁর আইনজীবীর আবেদনের ভিত্তিতে শুনানির পর কারাদণ্ড কমানো হলো।

সংক্ষিপ্ত
জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
কালের কণ্ঠ ডেস্ক

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রোগীসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রবিবার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা শহরের একটি হাসপাতালে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। গতকাল সোমবার দেশটির কোস্ট গার্ড এই কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে বেড়েছে হামের প্রাদুর্ভাব আরেক শিশুর মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়েছে। হামে পশ্চিম টেক্সাসে গত ফেব্রুয়ারিতে এক শিশুর মৃত্যুর পর এবার দ্বিতীয় শিশুর মৃত্যু হয়েছে। এই রোগ ছড়িয়ে গিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা এ বছর এখন পর্যন্ত ৬০০ পেরিয়ে গেছে।
টেক্সাসে গত বৃহস্পতিবার মারা যাওয়া দ্বিতীয় শিশুটির বয়স ছিল আট বছর।
এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলা নিয়ে সমালোচনার মুখে পড়া স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র গত রবিবার টেক্সাস সফর করেন।

বন্যায় কঙ্গোর রাজধানীতে ৩০ জনের প্রাণহানি
কালের কণ্ঠ ডেস্ক

কঙ্গোর রাজধানী কিনশাসায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। গত রবিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় বহু বাড়ি ও সড়ক ধ্বংস হয়ে গেছে।
কিনশাসার প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী প্যাট্রিসিয়েন গঙ্গো আবাকাজি বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
কিনশাসা শহরের জনসংখ্যা এক কোটি ৭০ লাখ। শহরটির একাংশের মধ্য দিয়ে প্রবাহিত এনজিলি নদীর পানি প্রবল বৃষ্টিতে উপচে পড়েছে। গত শুক্রবার রাত থেকে পানি আশপাশের সড়কে ছড়িয়ে পড়তে শুরু করে। এতে সেখানকার প্রধান জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে।
বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে আটকা পড়ে গাড়িতেই রাত কাটাতে হয়েছে কিনশাসার বাসিন্দা প্যাট্রিসিয়া মিকোঙ্গাকে। তিনি বলেন, এক বন্ধুর সঙ্গে বিমানবন্দরে দেখা করতে গিয়ে রাতটা গাড়িতেই কাটাতে হয়েছে। আশপাশে গাড়ি রাখার নিরাপদ জায়গা ছিল না।
আকস্মিক বন্যার কারণে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাকালা এলাকার বাসিন্দা কেরেন ইয়ালা বলেন, ‘বাসায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এটাই এখন সবচেয়ে বড় সমস্যা আমাদের।’
কিনশাসার গভর্নর ড্যানিয়েল বুম্বা লুবাকি বলেন, পানি সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দু-তিন দিনের মধ্যে সরবরাহ আবার চালু হবে।