<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার পুনর্গঠন, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন নিশ্চিত করেছে সৌদি আরব। রিয়াদ সফরের পর গত শুক্রবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় আল-শাইবানি উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিরিয়া নতুন প্রশাসনের এই সফরকে যুগান্তকারী মুহূর্ত আখ্যা দেন তিনি। আল-শাইবানি বলেন, এই অঞ্চলে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে এবং পারস্পরিক স্বার্থ উন্নত করতে আমরা সিরিয়ার অগ্রণী ভূমিকায় জোর দিয়েছি, যা আরব দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বর্ধিত করে। তিনি আরো বলেন, সৌদি আরব সিরিয়ার জনগণ এবং নতুন সিরীয় প্রশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে। সূত্র : সৌদি গেজেট</span></span></span></span></span></p>