ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ক্রীড়ায় সৌদি অর্থনীতি চাঙ্গা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ক্রীড়ায় সৌদি অর্থনীতি চাঙ্গা
সৌদি আরবের একটি ক্রীড়া কমপ্লেক্স

পেশাদার ক্রীড়ার সঙ্গে বাণিজ্যের মিশেল ঘটাতে পারলে তা একটি জাতির অর্থনীতিতে কতটা প্রাণ সঞ্চার করতে পারে, সৌদি প্রো লিগের দিকে তাকালেই তা টের পাওয়া যায়। ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমার মতো বৈশ্বিক তারকার অন্তর্ভুক্তি নিমেষেই সৌদি প্রো লিগকে আন্তর্জাতিক ইমেজ এনে দিয়েছে। এখন দেশটি স্পন্সরের পাশাপাশি দর্শকও টানছে। বিশ্লেষকরা বলছেন, এটা কোনো ম্যাজিক নয়, সঠিক পরিকল্পনা আর যথাযথ বিনিয়োগের ফল।

উল্লেখ্য, সৌদি সরকার তার ভিশন ২০৩০-এর আওতায় জিডিপির নন-ওয়েল খাতে ১.৫ শতাংশ অবদানের পাশাপাশি ক্রীড়া খাতে এক লাখ ৪০ হাজার কর্মসংস্থান তৈরি করতে চাইছে।

ক্রীড়ায় দেশটির পরিকল্পনা উচ্চাভিলাষী। ফর্মুলা ওয়ান থেকে বক্সিং অথবা গল্ফ থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল, সব খাতেই দেশটি বৈশ্বিক স্পোর্টস হাবে পরিণত হতে চাইছে। বিশ্বমানের স্পোর্টস ইভেন্টের আয়োজক হওয়ার মাধ্যমে দেশটি বিশ্ববাসীকে যে মেসেজটি দিতে চাইছে, সেটি হলো আমাদের ভিশন-২০৩০ কর্মপরিকল্পনা মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশল।

তারা এটাই বোঝাতে চাইছে, ক্রীড়ার মাধ্যমেও দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব।  হালে দেশটি মটরস্পোর্টস, টেনিস ও গলফের এলআইভি ট্যুরের মতো মাঝারি মাপের স্পোর্টস ইভেন্ট আয়োজন করছে। এর মাধ্যমে তারা পর্যটন খাতকে শক্তিশালী করার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাইছে। টিকিট বিক্রি, স্পন্সরশিপ আর ব্রডকাস্টিং রাইট থেকে কিছু রাজস্ব পেতে চাইছে।
পিডবলিউসি মিডল ইস্ট নামের একটি অডিট ফার্মের ক্রীড়া উপদেষ্টা পিটার ডেয়ারি বলেন, আমাদের গ্লোবাল স্পোর্টস সার্ভে ২০২৩ মতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের স্পোর্টস সেক্টর কিছুটা হলেও আয়ের পথে রয়েছে। বিশেষ করে সৌদি আরব তার ক্রীড়া-অর্থনীতি থেকে ২০৩০ সালের মধ্যে ৫৯০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে। চলমান ক্রীড়া প্রকল্পগুলোর অবকাঠামোর পাশাপাশি বিশ্বমানের স্পোর্টস ফ্যাসিলিটি নিশ্চিত করায় দেশটি এই লক্ষ্যমাত্রা নিতে পেরেছে।

বেইন অ্যান্ড কম্পানির ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ইয়ুর্গ ক্রুনেনবুর্গও ক্রীড়া খাতে সৌদি পরিকল্পনার প্রশংসায় পঞ্চমুখ, ২০৩০ সালের মধ্যে স্পোর্টস সেক্টরে এক লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করতে হলে অবকাঠামো খাতে বিনিয়োগ তথা বিশ্বমানের স্টেডিয়াম ও ক্রীড়া ফ্যাসিলিটি নির্মাণ করতে হবে। পাশাপাশি ক্রীড়া খাতে বেসরকারীকরণ ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।

নতুন নতুন লিগ তৈরি করতে হবে, বাড়াতে হবে ক্রীড়া প্রতিযোগিতার সংখ্যাও এবং সৌদি আরব তা করছে। দেশটির আর্থ-সামাজিক খাতে পরিবর্তন আনার ক্ষেত্রে ক্রীড়া একটি বড় মাপের প্রভাবক হিসেবে কাজ করছে। এরই মধ্যে সৌদি সরকার স্পোর্টস বিজনেসের অনুকূল পরিবেশ নিশ্চিতে বেসরকারি খাতকে অগ্রাধিকার দিয়েছে।

২০৩৪ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হিসেবে সৌদি আরব ১১টি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে। পাশাপাশি রাজধানী রিয়াদে ১৩৫ কিলোমিটার দীর্ঘ স্পোর্টস বুলেভার্ড নির্মাণেও মনোযোগ দিয়েছে। দেশটির গিগা প্রজেক্টগুলোর অন্যতম হলো কিদ্দিয়া এন্টারটেইনমেন্ট সিটি। এই সিটিতে এতটাই আধুনিকতার পরশ থাকছে, যা এই সিটিকে ক্রীড়া খাতের আদর্শ গন্তব্যে পরিণত করতে পারে।           সূত্র : এরাব নিউজ

মন্তব্য

সম্পর্কিত খবর

লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী

শেয়ার
লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী
যুক্তরাজ্যের লন্ডনে গতকাল ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী। মিছিলে গাজায় ইসরায়েলের অবরোধ ও পশ্চিম তীরে আক্রমণ বন্ধের দাবি তোলা হয়। ছবি : এএফপি
মন্তব্য

ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবদাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই নিহত হয়েছেন। তিনি আবু খাদিজাহ নামেও পরিচিত। ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের সাহসী যোদ্ধারা তাঁকে (আল-রিফাই) নিরলসভাবে তাড়া করেছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত বৃহস্পতিবার তারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে বিমান হামলা চালিয়েছে।

এতে সেখানে আইএস সদস্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আল-রিফাই নিহত হয়েছেন। সেখানে তাঁকে আরেক আইএস সদস্যের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁরা দুজনই অবিস্ফোরিত আত্মঘাতী জ্যাকেট পরে ছিলেন। সূত্র : বিবিসি, আলজাজিরা

মন্তব্য

ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার
ইব্রাহিম রাসুল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না। এই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হয়েছে বলেও তিনি জানান। রুবিও অভিযোগ তোলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে ঘৃণা করেন।

কাজেই তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো আলোচনা নেই বলেও জানিয়ে দেন তিনি। ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সর্বশেষ সংযোজন এই পদক্ষেপ। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে দেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজট সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকদের প্রতি আহবান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। দুবাইয়ের যানজট সমস্যার সমাধান দিতে পারলে তরুণ উদ্ভাবকদের ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই শহরের ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবেলা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করতে পারলে ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ ও তহবিল দেওয়া হবে।

বৃত্তির জন্য নির্বাচিত অংশগ্রহণকারীরা তাঁদের ধারণা বাস্তবে রূপান্তর করতে বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্স ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন। দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির অংশীদারিতে চালু এই উদ্যোগ ২০ থেকে ৩০ বছর বয়সী আমিরাতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত। সূত্র : জিও নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ