শান্তি আলোচনায় ‘তাস’ রাশিয়ার হাতে : ট্রাম্প

  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই দিনে দ্বিতীয়বার ‘স্বৈরাচার’ আখ্যা দেন ট্রাম্প
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
শান্তি আলোচনায় ‘তাস’ রাশিয়ার হাতে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেনের বিপুল পরিমাণ ভূখণ্ড এরই মধ্যে দখলে নিয়ে নেওয়ায় যুদ্ধের অবসানে যেকোনো শান্তি আলোচনায় রাশিয়াই সুবিধাজনক অবস্থানে আছে।

ট্রাম্প স্থানীয় সময় গত বুধবার এয়ারফোর্স ওয়ানে বসে বিবিসিকে বলেন, রাশিয়া প্রায় তিন বছর আগে যে যুদ্ধ শুরু করেছিল সেটার অবসান দেখতে চাইছে বলেই তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন।

বিবিসিকে ট্রাম্প বলেন, আমি মনে করি, রাশিয়া যুদ্ধের শেষ দেখতে আগ্রহী; আমি সত্যিই মনে করি। আমার মনে হয় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে।

কারণ তারা বিপুল পরিমাণ ভূখণ্ড দখলে নিয়েছে। তাস তাদের হাতে। রাশিয়া সত্যিই শান্তি চায়, এমনটা বিশ্বাস করেন কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, করি।

ইউক্রেনে নািসজমের উত্থান প্রতিহত করে সেখানকার রুশভাষীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তিন বছর আগে রাশিয়াই ইউক্রেনের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধে নেমেছিল।

মস্কোকে চেপে ধরতে জো বাইডেনের যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও তাদের কাবু করতে পারেনি। শিল্পসমৃদ্ধ দনবাসের বেশির ভাগ অংশসহ ইউক্রেনের যুদ্ধ-পূর্ববর্তী মানচিত্রের প্রায় ২০ শতাংশ এখনো মস্কোর নিয়ন্ত্রণে।

ফ্লোরিডায় সৌদি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দিয়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিবিসিকে ট্রাম্প শান্তি আলোচনায় রাশিয়ারসুবিধাজনক অবস্থার কথা জানান।

এর আগে ফ্লোরিডার সম্মেলনে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একই দিনে দ্বিতীয়বার স্বৈরাচার অ্যাখ্যা দেন।

এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি ইউক্রেনের কৌতুক অভিনেতা প্রেসিডেন্টকে স্বৈরাচার তকমা দেওয়ার পাশাপাশি তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।

কিয়েভকে বাদ দিয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি ট্রাম্পকে আক্রমণ করে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার তৈরি করা অপতথ্যের জগতে বাস করছেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ট্রুথ সোশ্যাল ও ফ্লোরিডার সম্মেলনে জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণে করেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।

ফ্লোরিডা সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তিনি নির্বাচন আয়োজনে রাজি হচ্ছেন না। ইউক্রেনে হওয়া সত্যিকারের জরিপগুলোতে তাঁর গ্রণযোগ্যতা খুবই কম দেখা যাচ্ছে।

প্রতিটি শহর যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আপনি এতটা বাস্তবতাবিচ্ছিন্ন থাকেন কী করে?

গত বছরের মে মাসে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি আছে, যাকে ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

ট্রাম্পের দাবি, ইউক্রেনে জেলেনস্কির গ্রহণযোগ্যতা এখন মাত্র ৪ শতাংশ। তবে বিবিসির যাচাই করা কিছু জরিপ বলছে, এখনো ৫৭ শতাংশ ইউক্রেনীয় তাদের প্রেসিডেন্টের ওপর আস্থা রাখছে।

এদিকে জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের অবস্থান মেনে নিতে পারছেন না ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফোন করে জেলেনস্কির প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাজ্যও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্বাচন স্থগিত রেখেছিলস্টারমারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র। ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজও। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা খুবই ভুল এবং বিপজ্জনক।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সাঁড়াশি অভিযান শুরুর পর গত মঙ্গলবার সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রথম উচ্চ পর্যায়ের কোনো বৈঠকে মুখোমুখি বসে। এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

ওই বৈঠকের পর ট্রাম্প যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করে বলেন, আপনাদের (ইউক্রেন) যুদ্ধ শুরু করাই উচিত হয়নি। আপনারা চাইলে চুক্তি করতে পারতেন। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ঘের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তান সীমান্তবর্তী রাজবাগে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন বিচ্ছিন্নতাবাদীরা। শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে দুই পুলিশকর্মী আহত হয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য
৬ জন নিহতের আশঙ্কা

লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পর্যটক সাবমেরিন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পর্যটক সাবমেরিন

লোহিত সাগরে একটি পর্যটকবাহী সাবমেরিন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিসরের হারগাদা শহরে গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে।

২৯ জনকে উদ্ধার করা হয়েছে। সাবমেরিনটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

সিন্দবাদ নামের সাবমেরিনটি উপকূলের কাছে ডুবে যায়। মিসরের রুশ দূতাবাস জানায়, সাবমেরিনটিতে থাকা সব পর্যটকই ছিল রাশিয়ার।

ফেসবুকে এক পোস্টে দূতাবাস বলেছে, সাবমেরিনটিতে শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। চারজন নিহত হয়েছে এবং অন্যদের ভাগ্যে কী ঘটেছে তারা তা জানার অপেক্ষায় আছে বলে জানানো হয়েছে পোস্টে। হারগাদায় এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। গত বছরের নভেম্বরে সি স্টোরি নামের আরেকটি নৌকা ডুবে এক ব্রিটিশ দম্পতিসহ ১১ জন নিহত বা নিখোঁজ হয়েছিল।
আর ৩৫ জন বেঁচে ফিরেছিল। সেই সময় এই দুর্ঘটনার জন্য মিসর কর্তৃপক্ষ চার মিটার উঁচু ঢেউকে দায়ী করেছিল। সূত্র : বিবিসি

মন্তব্য

তুরস্কে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ১৯ শতাধিক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ১৯ শতাধিক

তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের জেরে বিক্ষোভের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী ১৯ শতাধিক লোককে আটক করা হয়েছে। ইমামোগলুকে আটকের প্রতিবাদে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের পক্ষপাতদুষ্ট বিবৃতিও খারিজ করে দিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর ঘটনা দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে। বিক্ষোভ দমনে সরকারকে গণগ্রেপ্তার করতে হয়েছে।

এর আগে বেশ কয়েকটি জরিপে জনপ্রিয়তায় এরদোয়ানকে ছাড়িয়ে যেতে দেখা গেছে ইমামোগলুকে। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ইমামোগলুকে তাদের ২০২৮ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী করার কথা জানিয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনাকে ‘ডাইনি শিকার’ বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনাকে ‘ডাইনি শিকার’ বলে উড়িয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাসেজিং গ্রুপ সিগন্যাল অ্যাপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের ঘটনাকে ডাইনি শিকার বা সমাজের হুমকি হিসেবে বিবেচিত গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে এর জেরে ডেমোক্র্যাটরা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তথা পেন্টাগনপ্রধান পিট হেগসেথের পদত্যাগ দাবি করলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প।

ওভাল অফিসে গত বুধবার সাংবাদিকরা এই কেলেঙ্কারির জেরে হেগসেথের পদত্যাগ করা উচিত কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, হেগসেথ দারুণ কাজ করেছে। তার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

এর মধ্যে আপনারা হেগসেথকে টানছেন কেন? দেখুন পুরো ব্যাপারটাই আসলে ডাইনি শিকারের বিষয়।

এদিকে ভুল করে ম্যাসেজিং গ্রুপ সিগন্যাল অ্যাপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ওই গ্রুপটিতে একজন সাংবাদিক যুক্ত থাকায় বিষয়টি ফাঁস হয়ে যায়। ওই সাংবাদিককে গ্রুপ ওয়াল্টজ নিজেই যোগ করেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার ফক্স নিউজকে ওয়াল্টজ বলেন, ‘আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমিই এই গ্রুপটি তৈরি করেছি। বিষয়টি বিব্রতকর।

অন্যদিকে মার্কিন সাময়িকী আটলান্টিকের সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ ভুলে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের প্রত্যেক জ্যেষ্ঠ কর্মকর্তার রোষানলে পড়েছেন।

কয়েক দিন ধরে জেফ্রি গোল্ডবার্গকে প্রেসিডেন্ট ট্রাম্প হতভাগাবস্তাপচা নোংরা বলে গালাগাল দিচ্ছেন। পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজও তাঁকে মিথ্যাবাদীনোংরা বলেছেন। চলতি মাসের শুরুর দিকে তিনিই জেফ্রিকে ভুল করে একটি গ্রুপ চ্যাটে যুক্ত করেছিলেন।  সূত্র : বিবিসি, এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ