বিদেশ থেকে আমদানি করা গাড়ি ও হালকা ট্রাকের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক ধার্য করল যুক্তরাষ্ট্র। গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই শুল্ক স্থায়ী। ৩ এপ্রিল থেকে এই শুল্ক আদায় শুরু হবে।
বিদেশ থেকে আমদানি করা গাড়ি ও হালকা ট্রাকের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক ধার্য করল যুক্তরাষ্ট্র। গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই শুল্ক স্থায়ী। ৩ এপ্রিল থেকে এই শুল্ক আদায় শুরু হবে।
যুক্তরাষ্ট্রে মোট বিক্রি হওয়া গাড়ির মাত্র ৫০ শতাংশ তৈরি হয় দেশে। হোয়াইট হাউস জানিয়েছে, আমদানিতে শুল্ক আরোপের ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই শুল্ক থেকে বছরে আনুমানিক ১০০ বিলিয়ন ডলার আয় বৃদ্ধি হবে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদনকারী সংস্থাগুলোর সূত্র জানিয়েছে, সারা পৃথিবী থেকে তারা গাড়ির যন্ত্রাংশ আমদানি করে।
বিশ্লেষকদের মতে, এই নতুন কর আরোপের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক লড়াই আরো জটিল হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিশ্ববাণিজ্য পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে।
এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকো, জার্মানিসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এই নতুন শুল্ক ঘোষণার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত সে দেশের শ্রমিকরা।
জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁরা খোলা মনে আলোচনায় বসতে চান।
অন্যদিকে জার্মান অ্যাসোসিয়েশন অব অটোমোটিভ ইন্ডাস্ট্রির প্রধান হিল্ডেগার্ড ম্যুলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই ঘোষণা অশনিসংকেতের মতো। তিনি জানান, এর ফলে সামগ্রিকভাবে ক্ষতি হবে গাড়িশিল্পের। সূত্র : বিবিসি, রয়টার্স
সম্পর্কিত খবর
ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।
ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।