ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ হওয়ার প্রথম দিনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল শনিবার রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে সড়ক অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর সদস্যরা। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে।
রাজ্যের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা। গত ২ মার্চ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নির্দেশ থাকার পরেও শনিবার সড়ক অবরোধের চিত্র দেখা যায় মণিপুরে। কুকি জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা শুরু থেকেই বলে আসছিলেন, তাঁদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত রাস্তাঘাট সচল করা যাবে না।
দেড় বছরেরও বেশি সময় ধরে মণিপুরে সহিংস পরিস্থিতির জেরে গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল বিঘ্নিত হয়েছিল।
কোনো কোনো সড়কে সরকারি পরিবহন প্রায় ২২ মাস ধরে বন্ধ থেকেছে। গতকাল থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। মণিপুরের প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা গেছে, ইম্ফল থেকে কাংপোকপি হয়ে সেনাপতি যাওয়ার রাস্তা এবং ইম্ফল থেকে বিষ্ণুপুর হয়ে চূড়াচাঁদপুর যাওয়ার রাস্তায় শনিবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। রাস্তাঘাট সচল রাখতে মণিপুর পুলিশ এবং নিরাপত্তাবাহিনী যৌথভাবে নজরদারি চালাচ্ছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা