মণিপুরে সড়ক অবরোধ কুকিদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মণিপুরে সড়ক অবরোধ কুকিদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ

ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ হওয়ার প্রথম দিনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল শনিবার রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে সড়ক অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর সদস্যরা। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে।

রাজ্যের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল অজয়কুমার ভল্লা। গত ২ মার্চ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা যেন সচল থাকে। রাজ্যের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলাচল করতে পারেন।
কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া নির্দেশ থাকার পরেও শনিবার সড়ক অবরোধের চিত্র দেখা যায় মণিপুরে। কুকি জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা শুরু থেকেই বলে আসছিলেন, তাঁদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত রাস্তাঘাট সচল করা যাবে না।

দেড় বছরেরও বেশি সময় ধরে মণিপুরে সহিংস পরিস্থিতির জেরে গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল বিঘ্নিত হয়েছিল।

কোনো কোনো সড়কে সরকারি পরিবহন প্রায় ২২ মাস ধরে বন্ধ থেকেছে। গতকাল থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। মণিপুরের প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা গেছে, ইম্ফল থেকে কাংপোকপি হয়ে সেনাপতি যাওয়ার রাস্তা এবং ইম্ফল থেকে বিষ্ণুপুর হয়ে চূড়াচাঁদপুর যাওয়ার রাস্তায় শনিবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। রাস্তাঘাট সচল রাখতে মণিপুর পুলিশ এবং নিরাপত্তাবাহিনী যৌথভাবে নজরদারি চালাচ্ছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সম্পর্কিত খবর

লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী

শেয়ার
লন্ডনে ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী
যুক্তরাজ্যের লন্ডনে গতকাল ফিলিস্তিনপন্থীদের মিছিলে স্লোগান তোলেন এক তরুণী। মিছিলে গাজায় ইসরায়েলের অবরোধ ও পশ্চিম তীরে আক্রমণ বন্ধের দাবি তোলা হয়। ছবি : এএফপি
মন্তব্য

ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরাক-সিরিয়ার আইএস প্রধান নিহত

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এবং ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবদাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই নিহত হয়েছেন। তিনি আবু খাদিজাহ নামেও পরিচিত। ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের সাহসী যোদ্ধারা তাঁকে (আল-রিফাই) নিরলসভাবে তাড়া করেছিলেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত বৃহস্পতিবার তারা ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে বিমান হামলা চালিয়েছে।

এতে সেখানে আইএস সদস্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আল-রিফাই নিহত হয়েছেন। সেখানে তাঁকে আরেক আইএস সদস্যের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁরা দুজনই অবিস্ফোরিত আত্মঘাতী জ্যাকেট পরে ছিলেন। সূত্র : বিবিসি, আলজাজিরা

মন্তব্য

ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্রাম্পকে ঘৃণা করায় রাষ্ট্রদূতকে বহিষ্কার
ইব্রাহিম রাসুল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করার অভিযোগ এনে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না। এই রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করা হয়েছে বলেও তিনি জানান। রুবিও অভিযোগ তোলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে ঘৃণা করেন।

কাজেই তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো আলোচনা নেই বলেও জানিয়ে দেন তিনি। ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সর্বশেষ সংযোজন এই পদক্ষেপ। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধ করে দেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যানজট নিরসনের সমাধান দিলে বৃত্তি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে যানজট প্রকট আকার ধারণ করছে। যানজট সমস্যার সমাধানে তরুণ উদ্ভাবকদের প্রতি আহবান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। দুবাইয়ের যানজট সমস্যার সমাধান দিতে পারলে তরুণ উদ্ভাবকদের ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা) পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই শহরের ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবেলা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করতে পারলে ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ ও তহবিল দেওয়া হবে।

বৃত্তির জন্য নির্বাচিত অংশগ্রহণকারীরা তাঁদের ধারণা বাস্তবে রূপান্তর করতে বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্স ও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন। দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির অংশীদারিতে চালু এই উদ্যোগ ২০ থেকে ৩০ বছর বয়সী আমিরাতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত। সূত্র : জিও নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ