যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প তাঁর পূর্বসূরি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের কথা বলার পর এই পদক্ষেপ নিলেন। তিনি নিশ্চিত করেছেন যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের অন্য কোনো সদস্যের নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করা হচ্ছে। ট্রাম্পের স্মারকলিপিতে বলা হয়েছে, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিম্নলিখিত ব্যক্তিদের জন্য গোপন তথ্যে প্রবেশাধিকার আর জাতীয় স্বার্থে নেই।
’ সাধারণত সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র সৌজন্যতা হিসেবে বজায় রাখা হয়। নিরাপত্তা ছাড়পত্র হাতছাড়া হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, সাবেক রিপাবলিকান আইন প্রণেতা লিজ চেনি ও অ্যাডাম কিনজিংগার এবং ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা ফিওনা হিলও আছেন। এ ছাড়া জ্যাক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান এইসেন, লেটিশিয়া জেমস, এলভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েইসম্যান এবং আলেকজান্ডার ভিন্ডম্যান নিরাপত্তা ছাড়পত্র হারিয়েছেন। সূত্র : বিবিসি