রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২১৯

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২১৯
সংগৃহীত ছবি

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে ২১৯ জনকে গ্রেপ্তার করেছে। এসময় মামলা দেওয়া হয়েছে ৫৬টি।

রবিবার (২৩ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে ডিসি তালেবুর রহমান জানান, শনিবার (২২ মার্চ) সারাদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে।

এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রল টিম ৪৭৯টি, ফুট পেট্রল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রল টিম ১১৫টি। এছাড়া গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি জানান, এদিন মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে— ৮ জন ডাকাত, ৯ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ৭ জন চোর, ১৭ জন মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। 

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি চাকু, একটি ছুরি, একটি হাতুরি, একটি কাটার, একটি পাঞ্চ মেশিন, একটি ইলেকট্রিক সিগারেট বডি, একটি ভ্যানিটি ব্যাগ, ২৯টি মোবাইল ফোন, দুটি ট্যাব, একটি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার, এক লাখ ২১ হাজার ৪৫০ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী ও নগদ তিন হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩৬৩ পিস ইয়াবা ও দুই গ্রাম হেরোইন।

গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৬টি মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য

সম্পর্কিত খবর

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ও তাঁর পরলোকগত পিতা মরহুম দ্বীন মুহাম্মদ লস্কর, মা মরহুমা মাহমুদা খাতুন ও পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যসহ আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় গলফ গার্ডেনে বিকেল সাড়ে ৫টায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির। 

আরো পড়ুন
গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান

গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান

 

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোসন্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ও ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও রেজিস্ট্রারসহ কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনিসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ীসহ কূটনৈতিক, বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরিশেষে অনুষ্ঠানের চিফ অর্গানাইজার শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক উইং কমান্ডার (অব.) এম মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনসহ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

মন্তব্য

হা-মীম গ্রুপের জিএমকে হত্যা, নিহতের চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হা-মীম গ্রুপের জিএমকে হত্যা, নিহতের চালকসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অপরজনের নাম নুরুন্নবী। বুধবার (২৬ মার্চ) গাইবান্ধায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ঢাকায় র‍্যাব-১-এর কাছে হস্তান্তর করা হয়।

হত্যার ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান এখনো চলমান।

আরো পড়ুন
ঘন ঘন মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়?

ঘন ঘন মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়?

 

এর আগে মঙ্গলবার সকালে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে আহসান উল্লাহর মৃতদেহ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী লুৎফুন নাহার বাদী হয়ে গাড়িচালক সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য

মোহাম্মদপুরে নারীসহ গ্রেপ্তার ১৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোহাম্মদপুরে নারীসহ গ্রেপ্তার ১৬
সংগৃহীত ছবি

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। 

মঙ্গলবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন সাহেদ (৩০), সবুজ মুন্সি (৩৪), সবুজ আকাশ (২৫), সাবিনা (২৮), জাবেদ (৩২), বিল্লাল (২৭), বিল্লাল হোসেন (২৩), জুয়েল (২২), বেলাল (৩০), ইব্রাহিম (২২), রনি (১৯), লিটন (৩৪), সাগর (১৮), বিপ্লব রনি (৩৬), জাকির (৩৬) ও ইমাম (২০)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

৪০ লাখ টাকার গাঁজাসহ দেলোয়ার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৪০ লাখ টাকার গাঁজাসহ দেলোয়ার গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি পিকআপকে ধাওয়া করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০ লক্ষাধিক টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ মো. দেলোয়ার (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির (ডিবি) লালবাগ বিভাগ। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লালবাগ (ডিবি) বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিবি-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট রাস্তার কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি পিকআপযোগে গাঁজা নিয়ে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম ৩০০ ফিট রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।

এক পর্যায়ে কাঞ্চন ব্রিজের দিক থেকে নির্দিষ্ট পিকআপটি আসলে সেটি থামার জন্য সংকেত দেয় ডিবি। কিন্তু সেটি না থেমে দ্রুত কুড়িল বিশ্বরোডের দিকে চলে যায়। ডিবির টিম পিছু ধাওয়া করে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামায়। এ সময় গাড়ির চালক দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়, তবে গাড়িতে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের বডিতে বিশেষভাবে তৈরি করা বাক্সের প্লেনসিট খুলে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দেলোয়ার ও পলাতক ইয়াসিনসহ আরো ২-৩ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো  হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক ইয়াছিনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ