অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানা গেছে একাধিক জনমত জরিপে।
সামান্য সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল শুক্রবার ক্যানবেরার পার্লামেন্ট হাউস থেকে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটের এ তারিখ ঘোষণা করেন। দেশটিতে প্রতি তিন বছর পর পর নিম্নকক্ষের ভোট হয়।