ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র

  • ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তেহরান
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র

দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি আলোচনায় রাজি হতে পারে বলে তিনি মনে করেন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের সঙ্গে প্রত্যক্ষ কূটনৈতিক আলোচনার সম্ভাবনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি, সরাসরি আলোচনা করলেই ভালো হবে।

তাহলে বিষয়টি দ্রুত হয় বলেই আমি মনে করি। মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার চেয়ে এভাবে অন্য পক্ষকে ভালোভাবে বোঝা সহজ হয়। তারা (ইরান) মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চেয়েছিল। আমি মনে করি, সেটার আর প্রয়োজন নেই।

গত মাসে ট্রাম্প ইরানের কাছে একটি চিঠি পাঠিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহবান জানান। মার্কিন প্রেসিডেন্ট নিয়মিতভাবে ইরানকে সামরিক হামলার হুমকিও দিয়ে আসছেন। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করলেও পরোক্ষ আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তেহরান। অবশ্য ইরান আসলেই অবস্থান পরিবর্তন করেছে কি না, নাকি ট্রাম্প তেহরানের অবস্থান নিয়ে জল্পনাকল্পনা করছেন তা স্পষ্ট নয়।

মার্কিন প্রশাসন ইরানের তেল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে আসছে।

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প একটি বহুপক্ষীয় চুক্তি বাতিল করেন, যার ফলে ইরান নিজেদের অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনে। অবশ্য তেহরান দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না; যদিও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্র ইসরায়েলের কাছে অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে বলে মনে করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প বিশ্বব্যাপী চলমান সংঘাতে শান্তি বয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন; যদিও তিনি ইরানকে প্রকাশ্য কূটনৈতিক পদক্ষেপের আহবান জানানোর পাশাপাশি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়ে আসছেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া

বন্দিবিনিময় চুক্তির আওতায় রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা কেসেনিয়া কারেলিনা এক বছরের বেশি সময় ধরে রুশ কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালে রাশিয়ার ইয়েকাতেরিংবার্গ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কারেলিনার মুক্তির বিনিময়ে রাশিয়া ও জার্মানির দ্বৈত নাগরিকত্বে থাকা আর্থুর পেত্রোভকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি ২০২৩ সালে সাইপ্রাসে গ্রেপ্তার হয়েছিলেন। রাশিয়ায় অবৈধভাবে মাইক্রোইলেকট্রনিকস রপ্তানির অভিযোগে তাঁকে গ্রেপ্তর করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বন্দিবিনিময় হয়।
সূত্র : বিবিসি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় তিনজন নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় তিনজন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার রাতে সানার সাবিন এলাকায় এই হামলা চালানো হয়। গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই কথা জানিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সানার সাবিন এলাকায় মার্কিন বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

এর আগে হুতি বিদ্রোহীরা জানান, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে হোদেইদা এলাকার কামরান দ্বীপে মার্কিন বিমান হামলায় নারী, শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ১৫ মার্চ ওয়াশিংটন ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান তীব্র করার পর থেকে ইয়েমেনের বিদ্রোহীদের অধিকৃত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চলছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রাখে। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির সময় তাঁরা হামলা বন্ধ করে দেন।
সূত্র : এএফপি

মন্তব্য

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত বুধবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনার কথা ঘোষণা করার পর এই নিষেধাজ্ঞার খবর এলো।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরানভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞাপ্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

স্কট বেসেন্ট বলেন, ইরান সরকারের বেপরোয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রচেষ্টা আমেরিকার জন্য একটি গুরুতর হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টির এজেন্ডা ব্যাহত করার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।

মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে কোন কোন কম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি আগে থেকেই কালো তালিকাভুক্ত। সূত্র : এপি

 

মন্তব্য

নিউজিল্যান্ডের পার্লামেন্টে আদিবাসী বিল প্রত্যাখ্যান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নিউজিল্যান্ডের পার্লামেন্টে আদিবাসী বিল প্রত্যাখ্যান

নিউজিল্যান্ড প্রতিষ্ঠাকালীন চুক্তি পুনরায় সংজ্ঞায়িত করার একটি বিতর্কিত বিল পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। ওই চুক্তির আওতায় নিউজিল্যান্ডে আদিবাসী মাওরি ও অ-মাওরি উভয়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য ট্রিটি প্রিন্সিপালস বিলটির পক্ষে ১১টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। এর কয়েক দিন আগে একটি সরকারি কমিটি বিলটি এগিয়ে নেওয়া উচিত নয় বলে সুপারিশ করেছিল।

প্রস্তাবিত আইনের মাধ্যমে ১৮৪০ সালে ওয়েতাঙ্গি চুক্তির নীতিগুলোকে আইনত সংজ্ঞায়িত করার প্রচেষ্টা হয়েছিল। এর প্রতিবাদে গত বছর পার্লামেন্টের বাইরে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।

মূলত ঔপনিবেশিক ব্রিটিশ শাসক এবং আদিবাসী মাওরি সম্প্রদায়ের ৫৪০ জন গোষ্ঠীপ্রধানের মধ্যে শান্তিচুক্তি হিসেবে ১৮৪০ সালে ওয়েতাঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে মাওরিদের স্বার্থ রক্ষা করা হয়েছে।

বিলটি ব্যাপকভাবে ব্যর্থ হবে বলেই ধারণা করা হচ্ছিল। কারণ বেশির ভাগ প্রধান রাজনৈতিক দল এটি বাতিলের জন্য ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছিল ডানপন্থী অ্যাক্ট পার্টি। গতকাল বৃহস্পতিবার শুধু এই দলের এমপিরাই বিলের পক্ষে ভোট দেন।

দলটির নেতা ডেভিড সেমুর এ বিষয়ে প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ