তুরস্ক ও গ্রিস উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নৌকা দুটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। গতকাল আলজাজিরা জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে নৌকা দুটি ডুবে হতাহতের ঘটনা ঘটেছে। উভয় দেশের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার প্রায় ৬৬ জনকে বহনকারী দুটি নৌকা কয়েক ঘণ্টার ব্যবধানে তুরস্ক ও গ্রিক দ্বীপ লেসবোসের মধ্যবর্তী সমুদ্রের সংকীর্ণ অংশে শরণার্থী বহন করার সময় ডুবে যায়।
তুরস্ক ও গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৬ মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি টহল নৌকা প্রায় পাঁচ মিটার লম্বা একটি ছোট ডিঙিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং মোট ৩১ জন যাত্রীর মধ্যে ২৩ জনকে উদ্ধার করে। এর মধ্যে ১১ জন কিশোর, আটজন পুরুষ এবং চারজন নারীকে উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ পরে হেলিকপ্টার, কোস্ট গার্ডের জাহাজ, ফ্রন্টেক্স ইউরোপীয় সীমান্ত সংস্থাসহ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর সাতজনের মরদেহ উদ্ধার করে।
সম্পর্কিত খবর

মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া
কালের কণ্ঠ ডেস্ক

বন্দিবিনিময় চুক্তির আওতায় রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা কেসেনিয়া কারেলিনা এক বছরের বেশি সময় ধরে রুশ কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালে রাশিয়ার ইয়েকাতেরিংবার্গ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইউক্রেনে মানবিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সংক্ষিপ্ত
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় তিনজন নিহত
কালের কণ্ঠ ডেস্ক

ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার রাতে সানার সাবিন এলাকায় এই হামলা চালানো হয়। গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই কথা জানিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সানার সাবিন এলাকায় মার্কিন বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
কালের কণ্ঠ ডেস্ক

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত বুধবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনার কথা ঘোষণা করার পর এই নিষেধাজ্ঞার খবর এলো।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরানভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
স্কট বেসেন্ট বলেন, ‘ইরান সরকারের বেপরোয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রচেষ্টা আমেরিকার জন্য একটি গুরুতর হুমকি ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টির এজেন্ডা ব্যাহত করার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।’
মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে কোন কোন কম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

নিউজিল্যান্ডের পার্লামেন্টে আদিবাসী বিল প্রত্যাখ্যান
কালের কণ্ঠ ডেস্ক

নিউজিল্যান্ড প্রতিষ্ঠাকালীন চুক্তি পুনরায় সংজ্ঞায়িত করার একটি বিতর্কিত বিল পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। ওই চুক্তির আওতায় নিউজিল্যান্ডে আদিবাসী মাওরি ও অ-মাওরি উভয়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য ট্রিটি প্রিন্সিপালস বিলটির পক্ষে ১১টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। এর কয়েক দিন আগে একটি সরকারি কমিটি বিলটি এগিয়ে নেওয়া উচিত নয় বলে সুপারিশ করেছিল।
প্রস্তাবিত আইনের মাধ্যমে ১৮৪০ সালে ওয়েতাঙ্গি চুক্তির নীতিগুলোকে আইনত সংজ্ঞায়িত করার প্রচেষ্টা হয়েছিল। এর প্রতিবাদে গত বছর পার্লামেন্টের বাইরে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।
মূলত ঔপনিবেশিক ব্রিটিশ শাসক এবং আদিবাসী মাওরি সম্প্রদায়ের ৫৪০ জন গোষ্ঠীপ্রধানের মধ্যে শান্তিচুক্তি হিসেবে ১৮৪০ সালে ওয়েতাঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে মাওরিদের স্বার্থ রক্ষা করা হয়েছে।
বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছিল ডানপন্থী অ্যাক্ট পার্টি। গতকাল বৃহস্পতিবার শুধু এই দলের এমপিরাই বিলের পক্ষে ভোট দেন।