<p> </p> <p>ধমনি ও শিরা মূলত রক্তনালি। যেসব রক্তনালির মাধ্যমে অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, তা-ই ধমনি। যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলে। নিচে ধমনি ও শিরার মধ্যে পার্থক্য তুলো ধরা হলো—</p> <p> </p> <p><strong>ধমনি </strong>   </p> <p><img alt="" src="/ckfinder/userfiles/images/print/2019/05 May/19-05-2019/kalerkantho--4--2019-05-19-.jpg" style="float:right; height:323px; width:383px" />►   উৎপত্তিস্থল হৃৎপিণ্ড।</p> <p>►   রক্তের গতির দিক সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন দিকে।</p> <p>►   অক্সিজেন বেশি থাকে বলে রক্ত টাটকা লাল।</p> <p>►   নাড়ি স্পন্দন আছে।</p> <p>►   প্রাচীরের মধ্যস্তর পেশিবহুল ও পুরু।</p> <p> </p> <p> </p> <p><strong>শিরা</strong></p> <p><img alt="" src="/ckfinder/userfiles/images/print/2019/05 May/19-05-2019/kalerkantho--5--2019-05-19-.jpg" style="float:right; height:300px; margin:1px 10px; width:332px" />►   উৎপত্তিস্থল কৈশিক জালিকা।</p> <p>►  রক্তের গতির দিক সাধারণত দেহের বিভিন্ন দিক থেকে হৃৎপিণ্ডের দিকে।</p> <p>►  কার্বন ডাই-অক্সাইড বেশি থাকে বলে কালচে লাল বা নীল রঙের।</p> <p>►  নাড়ি স্পন্দন নেই।</p> <p>►   প্রাচীরের মধ্যস্তর অল্প পেশিযুক্ত ও পাতলা।</p>