<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনুসারী একটি চক্র। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এই চক্র শুরু থেকেই বিভিন্ন উপায়ে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। নানা গোষ্ঠীকে নিয়মিত উসকানি দিয়ে মাঠে নামানোর ষড়যন্ত্রও অব্যাহত রেখেছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, সীমাহীন দুর্নীতির বোঝা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও দায়িত্বশীল ঘনিষ্ঠ অনুসারীদের দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছেন বেনজীর। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। শুধু তা-ই নয়, অর্থ-বিত্ত-পেশিশক্তিতে ভর করে যে দলের শীর্ষ নেতারা ধরাকে সরা জ্ঞান করতেন, তাঁরাও ঐতিহ্যবাহী নিজ দল আওয়ামী লীগকে অস্তিত্ব সংকটে ফেলে রেখে লাপাত্তা। প্রাণ বাঁচাতে দলের প্রধান হাসিনাও পালিয়ে ভারতের আশ্রয়ে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস। এরই মধ্যে বিশ্বব্যাপী তিনি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল প্রশাসনকে ঢেলে সাজিয়ে ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন প্রতিশ্রুতিশীল একঝাঁক উপদেষ্টা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগে দারুণ খুশি সাধারণ মানুষ। এর মধ্যেই কেউ কেউ সরকারকে বেকায়দায় ফেলতে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে সূক্ষ্ম ষড়যন্ত্র। নতুন নতুন ইস্যু তৈরির চেষ্টা করছে। এতে তারা একটি নবীন সরকারের কাজের পরিবেশ নষ্ট করছে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে এবং তাদের গ্রহণযোগ্যতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে দেশজুড়ে ঢালাও মামলা অব্যাহত রেখেছে সুযোগসন্ধানী চক্রটি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রভাবশালী সাবেক আইজিপি বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ। গত ৩১ মার্চ প্রকাশিত হয় </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। প্রথম কিস্তিতে প্রকাশিত প্রতিবেদনে অবৈধভাবে উপার্জিত বিপুল সম্পদের হাঁড়ির খবর তুলে আনে পত্রিকাটি। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত খবরগুলোতে তুলে ধরা হয় তাঁর বিস্তর অনিয়ম। কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক পর্যায়ে আদালতের নির্দেশে বেনজীর পরিবারের স্থাবর-অস্থাবর সব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়। তবে বিচারের মুখোমুখি হওয়ার পরিস্থিতি এড়াতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রশাসনের কয়েকটি সূত্র জানিয়েছে, বেনজীরের বিরুদ্ধে খবর প্রকাশের পর পুলিশের অভ্যন্তরে একাধিক বিভক্তির সৃষ্টি হয়। একটি পক্ষ বেনজীরের পক্ষে সাফাই গাওয়া অব্যাহত রাখে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই পক্ষ কৌশলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। আর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন স্বয়ং বেনজীর আহমেদ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশজুড়ে অগণিত মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যাও অনেক। বেশির ভাগ মামলায় আসামির তালিকা শতাধিক। জুলাই-আগস্টের গণহত্যার বিষয়টিকে কেন্দ্র করে করা মামলাগুলো নিয়ে প্রশ্ন না থাকলেও কয়েকটি মামলায় আসামিদের নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে নিরপরাধ ব্যক্তি, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবীদের অনেককে মামলার আসামি করা হলেও তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন বলে বিভিন্ন মাধ্যমে দাবি করে আসছেন। এভাবে ঢালাও মামলার ঘটনায় তাঁরা উদ্বেগ জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়টি উদ্বেগের। ঢালাওভাবে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীকে মামলায় জড়ানো হচ্ছে। বিশেষ করে যাঁরা দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সচল রাখছেন, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছেন, কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখছেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমন অনেক খাতের ব্যবসায়ীকে মামলায় জড়িয়ে তাঁদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে আগামীর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় বড় প্রতিবন্ধকতা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি যে গভীর উদ্বেগের, তা উল্লেখ করে এরই মধ্যে সরকারের পক্ষ থেকেও গণমাধ্যমে ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেছে সরকার। তবে অতি উৎসাহীরা ঠিকই তৎপর রয়েছে। তারা সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে নামে-বেনামে গণহারে, নির্বিচারে মামলা দিচ্ছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, দুষ্কৃতকারী গোষ্ঠীকে পাকড়াও করতে গিয়ে যাতে কোনোভাবেই সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে খেয়াল রাখার তাগিদ সবার।</span></span></span></span></span></p>