<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণসহ তিন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে কোনো সময় বেঁধে দেবে না তারা। গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে যে ইস্যুতে আলোচনা হয়েছে, তা হচ্ছে কিভাবে প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক গঠন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এবং জাতীয় ঐক্য অব্যাহত রাখা যায়। এ নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করবে বলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এ্যানি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুম ও সমন্বয়ক রিফাত রশিদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ফ্যাসিবাদ বিলুপ্তির আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ। আমাদের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজকে বিএনপির সঙ্গে আলোচনা করেছি। সেখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কিভাবে গঠন করা যায় এবং ঘোষণা দেব, তা নিয়ে আলোচনা। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে কিভাবে দ্রুততম সময়ে অপসারণ করা যায় এবং কিভাবে রাজনৈতিক সংকট দূর করা যায়, তা নিয়ে কথা বলেছি। তৃতীয়ত, জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে সরকার পরিচালনা করা যায়, তা নিয়ে কথা বলেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি আমাদের সব কথা শুনেছে। তারা জানিয়েছেন, আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে। পরে তাদের সিদ্ধান্ত জানাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতির অপসারণ চায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছে বলেও জানান হাসনাত। এ নিয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহসহ পাঁচজন পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে দেখা করেন। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে রাষ্ট্রপতির প্রসঙ্গ ছাড়াও সংবিধান সংস্কারসহ আরো কিছু বিষয়ে কথা বলেন ছাত্রনেতারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবিধানের পুরো সংশোধন চায় না। তারা বলেছে, ২০০৯ সালের নবম জাতীয় সংসদ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ দলীয় স্বার্থে সংবিধানের অনেক সংশোধনী এনেছে। সেগুলো বাতিল করতে হবে। কারণ এই সংশোধনীর কোনোটিই জাতীয় স্বার্থে করা হয়নি। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তিনটি অবৈধ নির্বাচন বাতিল করতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণে কোনো সাংবিধানিক জটিলতার বিষয়ে গাজী আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়াতে কি কোনো সংকট হয়েছে? আর বর্তমান রাষ্ট্রপতি তো পলাতক প্রধানমন্ত্রীরই নিয়োগ করা। বরং এ বিষয়ে বিএনপির অবস্থান অস্পষ্ট বলে মনে করেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, বিএনপিকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপির তিন নেতা বলেছেন, তাঁরা রাষ্ট্রপতির পদত্যাগ চান না। অথচ দলের দুজন ভাইস চেয়ারম্যান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেছেন, তিনি এ পদে থাকতে পারেন না।</span></span></span></span></p>