<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলচ্চিত্রের মানুষের সঙ্গে বর্তমানে আমার অতটা যোগাযোগ হয় না। বর্তমান পরিস্থিতি সম্পর্কেও ভালো বলতে পারব না। তবে এটুকু অনুমান করতে পারি, চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কয়েকজন ছাড়া এখন সবাই দুরবস্থার মধ্যে আছেন। আমাদের সময় হলের সংখ্যা বাড়তে বাড়তে হাজার ছাড়িয়ে গিয়েছিল। আর ২০০০ সালের পর থেকে সেই সংখ্যা কমতে কমতে এখন কততে এসেছে তা হল মালিকরাই ভালো বলতে পারবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার কাছে মাঝেমধ্যে দু-একটা ছবিতে অভিনয় করার প্রস্তাব আসে। সেগুলোর গল্প শুনে আর করতে ইচ্ছা করে না। বিশ্বের অন্যান্য দেশে দেখেন, সিনিয়রদের কেন্দ্র করে ছবি নির্মাণ করা হচ্ছে। সেগুলো চলছেও ভালো। আমাদের দেশে সেটা নেই। আজ পর্যন্ত একতাই তৈরি হলো না কারো মধ্যে। যে যাঁর মনমতো ছবি নির্মাণ করছেন, কোনোটা চলছে আবার কোনোটা চলছে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার জানা মতে, ছবি না চলার সংখ্যাটাই তো বেশি। আমাদের সময় একজন জহির রায়হান ছিলেন, আমজাদ হোসেন ছিলেন, নারায়ণ ঘোষ মিতা ছিলেন, সুভাষ দত্তরা ছিলেন। এখন কে আছেন এমন মেধাবী নির্মাতা? </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের সময় রাজ্জাক ভাই, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, ইলিয়াস কাঞ্চন, জাফর ইকবাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কতজন তারকার নাম বলব! এখন শাকিব খানের পরে আর একজনের নাম বলেন, যার স্টারডমে মানুষ ছবি দেখতে যাবে! চলচ্চিত্রের এই ভগ্নদশা এক দিনে হয়নি। আমরা আসলে প্রথম থেকেই সচেতন ছিলাম না, যার কারণে আজ পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকেই তো নতুন করে সব শুরু হয়। আমিও আশাবাদী, বাংলাদেশ চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। সুদিন ফিরে আসবে। জানি না, সেদিন দেখে যেতে পারব কি না!</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুলিখন : সুদীপ কুমার দীপ</span></span></span></span></p>