ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। আজ শনিবার জমায়েতটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজক। সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।
বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকার সড়কে এটিই হবে ‘সবচেয়ে বড় মার্চ’। এই কর্মসূচির উদ্যোক্তারা দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক ও অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে।
কর্মসূচিতে অংশ নিতে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে আয়োজকরা জানান। বিভিন্ন সেলিব্রিটি তাঁদের ফেসবুক পেজে ভিডিও বার্তায় এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজে এই কর্মসূচির পক্ষে সংহতি জানিয়ে পরিচিত আলেম ও সেলিব্রিটিদের ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ থেকে ফটোকার্ড ও বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়েছে।
সেখানে লেখা হয়েছে, যাঁরা ‘মার্চ ফর গাজায়’ উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা প্রমুখ।
সোহরাওয়ার্দী উদ্যানে আজকের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও। গতকাল শুক্রবার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর সঙ্গে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদও দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও মহাসচিব বলেন, এই কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি।
কর্মসূচিতে ৭০ ফুট দৈর্ঘ্যের ফিলিস্তিনি পতাকা নিয়ে উপস্থিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পাঁচটি নির্ধারিত পয়েন্ট থেকে দুপুর ২টায় মার্চটি শুরু হবে। এগুলো হলো বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড়। অংশগ্রহণকারীরা শাহবাগ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট, মৎস্য ভবনের দিক দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট এবং দোয়েল চত্বর, শহীদ মিনার ও ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন।
মার্চে অংশগ্রহণকারী সবাইকে নিজ দায়িত্বে পানি, ছাতা ও মাস্ক বহনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে শান্ত ও সুশৃঙ্খল আচরণ বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
রাজনৈতিক প্রতীকবিহীন ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহারের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, শুধু বাংলাদেশের এবং ফিলিস্তিনের পতাকা বহনই সংহতির যথাযথ প্রতীক হতে পারে।