<p>বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এ জন্য বর্তমান বিনিয়োগের পরিবেশ আরো উন্নত করা প্রয়োজন বলে মনে করে দেশটি।</p> <p>গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে অবস্থিত শিল্পমন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। সাক্ষাতে রাষ্ট্রদূত এ কথা জানান। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া শিল্প ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরো উন্নতি করতে আগ্রহী। বিনিয়োগের জন্য বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ পরিবেশ উন্নতি করা প্রয়োজন। শিল্পের কাঁচামাল, ভ্যাট-ট্যাক্স কমানোসহ কোরিয়ান বিনিয়োগকারীদের সহজ শর্তে ভিসা দেওয়ার অনুরোধ জানান।</p> <p>ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সক্রিয় করা হবে  গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বিশ্ব ব্যাংক রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ডিরেক্টরের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সাক্ষাৎকালে তিনি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরো সক্রিয় করা হবে। এ শিল্প স্থাপনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা প্রয়োজন।’</p> <p> </p> <p> </p>