<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুল্ক ও ভ্যাট প্রশাসনকে আধিপত্য বিস্তার ও টাকা কামানোর মেশিনে পরিণত করেছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের দুই বিতর্কিত কর্মকর্তা। ঈদতাজুল ইসলাম ও শেখ মেজবাহ-উল-সাবেরিনের কাছে পদোন্নতি, বদলি, লিয়েনে ছুটির আবেদনসহ যেকোনো ধরনের ছুটি, পাসপোর্ট এনওসি ইস্যু করতে টাকা আদায় করতেন তাঁরা। টাকা ছাড়া কোনো কাজ করার নজির ছিল না তাঁদের। প্রাপ্য সুবিধাও কিনে নেওয়া ছিল প্রচলিত রেওয়াজ। এ নিয়ে আক্ষেপ কম ছিল না কাস্টমস কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর এই দুই কর্মকর্তাকে সরানোর দাবিতে তীব্র আন্দোলন হয়।</span></span></span></span></p>