<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৫ বছর একটা প্রাইভেট কম্পানিতে সত্ভাবে কাজ করেছি। দুই সন্তান নিয়ে হাজারীবাগ এলাকায় ভাড়া ফ্ল্যাটেই থেকেছি, এখনো আছি। অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি। এখন ছেলেও বড় হয়েছে, জব করছে। নিজের জমানো টাকা আর ছেলের নামে ব্যাংক লোন করে একটা ফ্ল্যাট কিনব। কোন কম্পানির কাছ থেকে নেব, কত টাকায় নেব, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করছি। খোঁজখবর নিচ্ছি। একদিকে নিজের জমানো টাকা আবার সন্তানের ঘাড়ে ঋণের বোঝা উঠবে। কোনোটিই যাতে ক্ষতির কারণ না হয়, সে জন্য নিশ্চিত বিনিয়োগ করতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে বিআইসিসিতে রিহ্যাব ফেয়ারের চতুর্থ দিন বিকেল সাড়ে ৩টার দিকে কথাগুলো বলছিলেন হাজারীবাগ এলাকার বাসিন্দা ইসহাক মিয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা যায়, ইসহাক মিয়ার মতো বেশির ভাগ ক্রেতা-দর্শনার্থীই নিজের স্বপ্নের ভবিষ্যৎ গড়তে গিয়ে কোনো রকম ধোঁকার মধ্যে পড়তে চায় না। তারা বলছে, রিহ্যাব ফেয়ারের স্টলগুলো সবাই রিহ্যাবের সদস্য। তাই এখানকার স্টলগুলোতে বসা বিভিন্ন প্রতিষ্ঠানের বিষয়ে বিবেচনা করা যায়। কারণ কোনো সমস্যা হলে অভিযোগ করার জায়গা রয়েছে। এর পরও বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে প্রজেক্ট ভিজিট করেই সিদ্ধান্ত নেবে তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ শেষ দিনে মেলায় দর্শনার্থীদের সর্বোচ্চ উপস্থিতি আশা করছেন স্টলে থাকা বিভিন্ন কম্পানির বিক্রয় প্রতিনিধিরা। গতকাল মেলায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের স্টলের সামনে কথা হয় আজিমপুর ছাপড়া মসজিদ এলাকার বাসিন্দা মাহমুদা আক্তারের সঙ্গে। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি দুই মেয়ে আর শাশুড়িকে নিয়ে এসেছি। আমার স্বামীর অফিস থাকায় আসতে পারেননি। আগামীকাল (আজ) হয়তো আসবেন। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন স্টলে ঘুরে তথ্য সংগ্রহ করছি। মোহাম্মদপুর অথবা লালমাটিয়া এলাকায় পেলে পরে কম্পানির খোঁজখবর নিয়ে চূড়ান্ত করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাশে থাকা পুরান ঢাকার পোস্তা এলাকা থেকে মেলায় আসা ওয়াশিউর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ করা। অন্য সময় নিলে অনেক কম্পানি কর্তৃক প্রতারিত হওয়া লাগে। অনেক ধরনের প্রতারকচক্র আবাসন খাতে আছে। ফ্ল্যাট বিক্রি করে পরে হাওয়া হয়ে যায়। আমি একবার এক লাখ টাকা বায়না করে ক্ষতির মুখে পড়েছিলাম। তাই চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়া কিনব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রাহকের নিরাপদ বিনিয়োগের বিষয়ে শেলটেকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) সাইদুল মজিদ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা মেলায় বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরার জন্য আসি। আবাসন খাতে শেলটেক আস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। গ্রাহকের শতভাগ নিরাপদ বিনিয়োগ এবং যথাসময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া আমাদের প্রথম কাজ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নাভানা রিয়েল এস্টেটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) শামীম আখতার চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলা থেকে অনেক ধরনের মানুষ তথ্য সংগ্রহ করতে আসেন। আমরা সবার সঙ্গে কথা বলছি, তথ্য শেয়ার করছি। একজন মানুষ তখনই বুকিং নিশ্চিত করবেন যখন তিনি নিশ্চিত হবেন বা চিন্তামুক্ত হবেন। আমরা দর্শনার্থীদের তথ্য রাখছি এবং সম্ভাব্য কমে সাইড ভিজিটে যেতে পারবেন, সেই তথ্যও রাখছি। অন্য কোনো কম্পানির মাধ্যমে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দর্শনার্থীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করছেন অনেক ব্যবসায়ী। তাঁরা বলছেন, আগ্রহীরাই মেলায় আসছে। অনেকেই অল্প সময়ে সিদ্ধান্ত নিতে পারে না। পরে হয়তো যোগাযোগ করবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলার পর্দা নামছে আজ : পর্দা নামছে রিহ্যাব ফেয়ার-২০২৪-এর। গত ২৩ তারিখ বিআইসিসি, আগারগাঁও, ঢাকাতে পাঁচ দিনব্যাপী এবারের মেলা শুরু হয়। মেলার চার দিন ব্যাপক ক্রেতা-দর্শনার্থীর সমাগম হয়। আজ শুক্রবার মেলা শেষ হবে রাত ৯টায়। মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলায় অংশ নিয়েছে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (২) ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাসের প্রতিষ্ঠান আক্তার প্রপার্টিজ লিমিটেড। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিরাপদ বিনিয়োগের জন্য রিহ্যাব আয়োজিত আবাসন মেলার চাইতে ভালো কিছু হতে পারে না। আমরা মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেট্রো রেল থাকায় উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি। আবার দামের কারণে মিরপুরের দিকে ফ্ল্যাট খুঁজছেন কেউ কেউ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (৩) ইঞ্জিনিয়ার আব্দুল লতিফের প্রতিষ্ঠান ব্যাসিক বিল্ডার্স লিমিটেড। ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছেন তিনি। রিহ্যাবের এই নেতা জানান, স্বল্প, মধ্য ও উচ্চবিত্ত সব ধরনের ফ্ল্যাট রয়েছে তারা বিভিন্ন প্রকল্পে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলায় অংশ নিয়েছে রিয়েল এস্টেট খাতের প্রতিষ্ঠান হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব পরিচালক ইমদাদুল হক জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত সময়ের তুলনায় ভালো সাড়া পেয়েছি। আশা করছি, আগামীকাল (আজ) আরো ভালো সাড়া পাব কারণ শেষ এবং ছুটির দিন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>