<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিরপুরের বাসিন্দা ইশতিয়াকের স্বপ্ন নিজের ছোট একটি ফ্ল্যাট হবে। পরিবারের সদস্যদের নিয়ে নিজের আবাসস্থলই হবে তাঁর এক টুকরো সুখের স্বর্গ। গতকাল সোমবার বিকেলে রিহ্যাব মেলার শুরুর দিন নিজের চাওয়ার কথাগুলো বলছিলেন তিনি। ১৪ বছর ধরে কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকা ইশতিয়াক এখন স্বপ্নপূরণের উপায় খুঁজছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্ত্রী-সন্তান নিয়ে সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাটের সন্ধানে আসা ইশতিয়াকের সঙ্গে কথা হয় ইস্টার্ন হাউজিং লিমিটেডের সামনে। সঙ্গে থাকা তাঁর স্ত্রী রাহনুমা বিনতে ইশতিয়াক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক বছর ধরে ভাড়া বাসায় আছি। সংসারের আয়ের বেশির ভাগ অংশ বাসাভাড়াতেই চলে যায়। তাই ধীরে ধীরে টাকা জমাচ্ছিলাম। এখন কম টাকার মধ্যে একটি ফ্ল্যাটের সন্ধান পেলে দ্রুত নিয়ে নেব। তাই ভালো লোকেশন এবং ভালো কম্পানি খুঁজছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলার বিভিন্ন স্টলে বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার মেলায় মধ্যবিত্তের জন্য ৫৫ লাখ থেকে এক কোটি টাকার মধ্যে ফ্ল্যাটের অনেক প্রজেক্ট রয়েছে। এই দাম ফ্ল্যাটের আকার, এলাকা, সুযোগ-সুবিধা এবং ডেভেলপার কম্পানির কাজের ওপর নির্ভর করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কম দামে অনেকে ফ্ল্যাট বুকিং দিয়ে থাকে। কম দামে ফ্ল্যাট পাওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে কম্পানি যথাসময়ে ফ্ল্যাট বুঝিয়ে দিল কি না, এটি বড় বিষয়। তাই নির্মাণসামগ্রীর দাম এবং তখনকার রাজউকের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করে দাম কত হবে। শেলটেকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) সাইদুল মজিদ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলায় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য অনেক সুযোগ রয়েছে। আমরা মধ্যবিত্তের জন্য অনেক প্রজেক্ট নিয়েছি। মালিবাগ, রায়েরবাজার ও মগবাজারে বেশ কিছু কাজ চলমান। এ ছাড়া সব ধরনের ক্রেতার জন্য ধানমণ্ডিতে চারটি, জলসিঁড়িতে ২০টি প্রজেক্টসহ বিভিন্ন স্থানে কাজ চলমান। আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাধ এবং সাধ্যের মধ্যে অ্যাপার্টমেন্ট।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নাভানা রিয়েল এস্টেটের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) শামীম আখতার চৌধুরী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিহ্যাব মেলায় অংশগ্রহণে আমাদের প্রধান উদ্দেশ্যই থাকেন মধ্যবিত্তরা। রাজধানীর মিরপুর, উত্তরা, মালিবাগ, আফতাবনগরসহ বিভিন্ন স্থানে চলমান আমাদের প্রকল্পের ফ্ল্যাটগুলো সহনীয় খরচে একটি মধ্যবিত্ত পরিবার নিতে পারবে। আমাদের বড় প্রজেক্টগুলোর বেশির ভাগই হেড অফিসে যোগাযোগ করে ক্রেতারা নিয়ে নেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেলার উদ্বোধন : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিকেল ৩টায় আগারগাঁওয়ে বিআইসিসিতে পাঁচ দিনব্যাপী এ মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৪ এবার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজউক চেয়ারম্যান বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ড্যাপ এবং বিধিমালা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকাকে সুন্দরভাবে বসবাসযোগ্য করার জন্য এরই মধ্যে রাজউক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী দিনে অকুপেন্সি সনদ সহজ করা হবে, যেন সব ভবন মালিক এই সনদ গ্রহণ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেলা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক ছাতার নিচে সব সুবিধা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবাসন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ফিটিংস, টাইলস, ইলেকট্রিকসহ অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান নিয়ে এক ছাতার নিচে সব কিছুই পাবেন একজন ক্রেতা-দর্শনার্থী। মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের ফেয়ারে ২২০টি স্টল থাকছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে; একটি সিঙ্গেল এন্ট্রি, অন্যটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা।</span></span></span></span></span></p>