ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

রাজস্ব আদায় বাড়াতে সাত কৌশলে এগোচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজস্ব আদায় বাড়াতে সাত কৌশলে এগোচ্ছে সরকার

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৮ শতাংশের নিচে। সাম্প্রতিক সময়ে এ অনুপাত আরো কমার প্রবণতা দেখা যাচ্ছে। অথচ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর কর-জিডিপি অনুপাত ১৯ শতাংশেরও বেশি। এ অবস্থা থেকে উত্তরণে সাতটি কৌশল হাতে নিয়েছে সরকার।

গতকাল রবিবার প্রধান উপষ্টোর কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি : সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক উপস্থাপনায় এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ উপস্থাপনা দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সাত কৌশল : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাজার উন্মুক্ত হওয়ায় আমদানি পর্যায়ে শুল্ক কমার প্রেক্ষাপটে আয়কর ও ভ্যাট থেকে রাজস্ব আদায় বাড়ানো। আয়কর ও ভ্যাটের পূর্ণাঙ্গ অটোমেশন, দেশব্যাপী আয়কর অফিস স্থাপন, কর-ব্যয় কমানো, আদায় থেকে করনীতি পৃথক করা, রাজস্ব আদায়ের সঙ্গে জড়িতদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার পাশপাাশি করজাল সম্প্রসারণ ও কর প্রতিপালন বৃদ্ধি করতে হবে।

কৌশল প্রণয়নের পাশাপাশি এখন পর্যন্ত রাজস্ব খাতের আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের আদায় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে উপস্থাপনায়।

আয়কর খাতের পদক্ষেপ : করদাতাবান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন সেবা দিতে আয়কর বিভাগের পূর্ণাঙ্গ ডিজিটাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আয়কর আইন ২০২৩-এর সংস্কারের জন্য একটি টাস্কফোর্স করা হয়েছে। কর-ব্যয় কমানোর জন্য ছয়টি কর অব্যাহতির এসআরও বাতিল করা হয়েছে এবং আয়কর আইনের ষষ্ঠ তফসিলের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে।

চার সিটি করপোরেশনের অধিক্ষেত্রাধীন সব কর্মচারী, তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, চারটি মোবাইল অপারেটর কম্পানির কর্মকর্তা-কর্মচারী ও ছয়টি বহুজাতিক কম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া অনলাইনে রিটার্ন দাখিলের জন্য অনলাইন রিটার্ন প্ল্যাটফরমকে নতুন করে সাজানো হয়েছে। ই-রিটার্ন কল সেন্টার চালু করা হয়েছে। রাজস্ব বাড়ানো ও করবান্ধব সেবা নিশ্চিতে আয়কর বিভাগ সম্প্রসারণ করে ১০টি কর অঞ্চল, তিনটি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু করেছে।

ভ্যাট খাতে নেওয়া পদক্ষেপ : ভ্যাট আদায় বাড়াতে কর অব্যাহতি যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্যাট আইন ও বিধি সহজ করতে মাঠ পর্যায়ে দিকনির্দেশনা ও ব্যাখাপত্র জারি করা হয়েছে। এ ছাড়া আইন ও বিধি সংস্কারে কমিটি গঠন করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ভ্যাট আদায় বাড়াতে ভ্যাট তালিকাভুক্তির সীমা ৫০ লাখ থেকে কমিয়ে ৩০ লাখ ও নিবন্ধনসীমা তিন কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে। আমদানি ও সরবরাহ পর্যায়ে কিছু পণ্য ও সেবায় সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ ও সম্পূরক শুল্কহার বৃদ্ধি করা হয়েছে।

আমদানি শুল্ক খাতে নেওয়া পদক্ষেপ : আমদানি ও রপ্তানিতে আদায় করা রাজস্ব তাৎক্ষণিক এবং যথাযথভাবে সরকারি হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং এ-চালান সিস্টেমের মধ্যে আন্ত সংযোগ স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতে আমদানি পর্যায়ে শুল্ককর ক্রমান্বয়ে কমার ফলে রাজস্ব আদায়ে কাস্টমস বাণিজ্য সহজীকরণ, রপ্তানি প্রসার, দেশীয় শিল্পের বিকাশ ও চোরাচালান রোধের দিকে ঝুঁকবে। এ লক্ষ্যে জনবান্ধব, স্বয়ংক্রিয় ও নিরবচ্ছিন্ন সেবার জন্য অ্যাসাইকুডা ওয়ার্ল্ড, বাংলাদেশ সিংগেল উইন্ডো, অটোমেটেড বন্ড ব্যবস্থা, নন-ইনট্রুসিভ ইন্সপেকশন, পোস্ট ক্লিয়ারেন্স অডিট হাতে নিয়েছে।  এরই মধ্যে বাংলাদেশ সিংগেল উইন্ডোর আওতায় ২ জানুয়ারিতে সাতটি সংস্থার সঙ্গে আন্ত সংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে অনলাইনে তথ্য-উপাত্ত আদান-প্রদানের মাধ্যমে আমদানি ও রপ্তানি করা পণ্য দ্রুত খালাস করা যাবে।

সরকারের অগ্রাধিকার : সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনা। দ্রুত সরবরাহব্যবস্থায় বিদ্যমান ত্রুটি নিরসন করা।

মন্তব্য

সম্পর্কিত খবর

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

সনি : জাপানের ব্র্যান্ড সনির অফিশিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের (বিডি) চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনির ম্যানেজার ভিনসেন্ট টে। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

কৃষি ব্যাংক : বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব ২০২৫-এর প্রথম ধাপের লটারি ড্র ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলীর উপস্থিতিতে এই লটারি ড্র সম্পন্ন হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থীকে অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক। এসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক : মিরপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

এনসিসি ব্যাংকের নতুন এএমডি খোরশেদ আলম

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনসিসি ব্যাংকের নতুন এএমডি খোরশেদ আলম
খোরশেদ আলম

এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন এম খোরশেদ আলম। এর আগে তিনি ইষ্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ঝুঁকি কর্মকর্তার দায়িত্বসহ প্ল্যানিং, স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স বিভাগের নেতৃত্বে ছিলেন। খোরশেদ আলম ৩০ বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ একজন পেশাদার ব্যাংকার। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এসএমই ঝুঁকি এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ