ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬
বরিশালে অটোরিকশা

অর্ধযুগ পর লাইসেন্স নবায়ন

  • * পাঁচ কোটি টাকার রাজস্ব আদায়ের উদ্যোগ * লাইসেন্স নবায়ন করার সুযোগ করে দেওয়ায় চালকরাও খুশি
রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
অর্ধযুগ পর লাইসেন্স নবায়ন

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ২০ হাজার। যার মধ্যে দুই হাজার ৬১০টি বৈধ। কিন্তু সেগুলোর লাইসেন্স নবায়ন ছয় বছর ধরে বন্ধ ছিল। তাই সব অটোরিকশা অবৈধভাবে চলাচল করে আসছে।

এর থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। রাজস্বের টাকাগুলো চাঁদাবাজির মাধ্যমে চলে যাচ্ছে তৃতীয় পক্ষের হাতে। অটোরিকশার লাইসেন্স নবায়নের আওতায় এনে বরিশাল সিটি করপোরেশন ১৫ দিনে চার কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়ের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে নবায়নপ্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২৬ ডিসেম্বর শেষ হচ্ছে।

ছয় বছর পর ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার লাইসেন্সের নাবায়ন কার্যক্রম ১২ ডিসেম্বর থেকে সিটি করপোরেশন শুরু করেছে। লাইসেন্স নবায়ন করার সুযোগ করে দেওয়ায় চালকরাও খুশি।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন থেকে দুই হাজার ৬১০টি অটোরিকশার লাইসেন্স দিয়েছিলেন সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরন। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এসে অটোরিকশার লাইসেন্স নবায়ন করা বন্ধ করে দেন।

এর পর থেকে গত ছয় বছর লাইসেন্স নাবায়ন করা হয়নি। ২০১৮ সালে বিআরটিএর নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত আনুমানিক ২০ হাজার অবৈধ অটোরিকশা চলছে। মন্ত্রণালয় এই যানবাহনগুলোকে নীতিমালায় আনতে পারছে না এবং উচ্ছেদও করতে পারছে না।

বর্তমানে সিটি মেয়রের দায়িত্বে থাকা প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত দিয়েছেন। আগামী বছরের জানুয়ারি থেকে নগরীতে চলাচলরত অবৈধ অটোরিকশা বন্ধ করতে অভিযান করবে সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের যানবাহন শাখার পরিদর্শক আতিকুর রহমান মানিক জানান, ছয় বছরের মধ্যে দুই বছরের বকেয়া ফি মওকুফ করা হয়েছে। চার বছরের জন্য ২৪ হাজার টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করতে পারছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

পরে দুপুর ১টা ২০ মিনিটে ফেরি কপোতাক্ষতে চড়ে ২টা ২০ মিনিটে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে পৌঁছে সেটি। ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ চ্যানেলে ফেরি সার্ভিস শুরু হবে।

মন্তব্য

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই।

মন্তব্য
সংক্ষিপ্ত

কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যপ্রাণীর উপকারিতাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি : কালের কণ্ঠ

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে মানুষ ও সংস্কৃতি, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে প্রাইমেট ফেয়ার-২০২৫ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মেলায় উপস্থিত ছিলেন প্রাইমেট ফেয়ারের মূল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল প্রমুখ।

 

মন্তব্য

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।

এতে ক্ষিপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর জহির বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে একটি মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ