<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ২০ হাজার। যার মধ্যে দুই হাজার ৬১০টি বৈধ। কিন্তু সেগুলোর লাইসেন্স নবায়ন ছয় বছর ধরে বন্ধ ছিল। তাই সব অটোরিকশা অবৈধভাবে চলাচল করে আসছে। এর থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। রাজস্বের টাকাগুলো চাঁদাবাজির মাধ্যমে চলে যাচ্ছে তৃতীয় পক্ষের হাতে। অটোরিকশার লাইসেন্স নবায়নের আওতায় এনে বরিশাল সিটি করপোরেশন ১৫ দিনে চার কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়ের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে নবায়নপ্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২৬ ডিসেম্বর শেষ হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় বছর পর ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার লাইসেন্সের নাবায়ন কার্যক্রম ১২ ডিসেম্বর থেকে সিটি করপোরেশন শুরু করেছে। লাইসেন্স নবায়ন করার সুযোগ করে দেওয়ায় চালকরাও খুশি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, বরিশাল সিটি করপোরেশন থেকে দুই হাজার ৬১০টি অটোরিকশার লাইসেন্স দিয়েছিলেন সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরন। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এসে অটোরিকশার লাইসেন্স নবায়ন করা বন্ধ করে দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর পর থেকে গত ছয় বছর লাইসেন্স নাবায়ন করা হয়নি। ২০১৮ সালে বিআরটিএর নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত আনুমানিক ২০ হাজার অবৈধ অটোরিকশা চলছে। মন্ত্রণালয় এই যানবাহনগুলোকে নীতিমালায় আনতে পারছে না এবং উচ্ছেদও করতে পারছে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে সিটি মেয়রের দায়িত্বে থাকা প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত দিয়েছেন। আগামী বছরের জানুয়ারি থেকে নগরীতে চলাচলরত অবৈধ অটোরিকশা বন্ধ করতে অভিযান করবে সিটি করপোরেশন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশনের যানবাহন শাখার পরিদর্শক আতিকুর রহমান মানিক জানান, ছয় বছরের মধ্যে দুই বছরের বকেয়া ফি মওকুফ করা হয়েছে। চার বছরের জন্য ২৪ হাজার টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করতে পারছেন।</span></span></span></span></span></p>