দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২.৭৭ শতাংশ বেশি। যদিও চলতি অর্থবছরের সাত মাসের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে গত ফেব্রুয়ারিতে।
দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২.৭৭ শতাংশ বেশি। যদিও চলতি অর্থবছরের সাত মাসের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে গত ফেব্রুয়ারিতে।
পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তাতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে তিন হাজার ২৯৪ কোটি ডলারের পণ্য।
গত অর্থবছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৯৮০ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০.৫৩ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে দুই হাজার ৬৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০.৬৪ শতাংশ বেশি। শুধু ফেব্রুয়ারিতে ৩২৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।
কৃষিপণ্য রপ্তানি হয়েছে ৭ শতাংশ। ছয় কোটি ৮৬ লাখ ডলার আয় এসেছে। এর আগের বছর ছিল ছয় কোটি ৪১ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ৩৪.৩৭ শতাংশ। এ সময় আয় হয়েছে আট কোটি ৮৪ লাখ ডলার। এর আগের বছর একই সময়ে আয় ছিল সাত কোটি ৯২ লাখ ডলার। হিমায়িত ও জীবন্ত মাছ ২৬.৬৬ শতাংশ। এ সময় আয় হয়েছে তিন কোটি ২৬ লাখ ডলার। এর আগের বছর একই সময়ে আয় ছিল দুই কোটি ৫৭ লাখ ডলার। প্লাস্টিক পণ্যে প্রবৃদ্ধি ৭.৯৫ শতাংশ। এ সময় আয় হয়েছে দুই কোটি ১৮ লাখ ডলার। আগের বছর ছিল দুই কোটি ডলার। অর্থাৎ আয় বেড়েছে ১৮ লাখ ডলার।
এ সময় রপ্তানি আয় কমেছে পাট ও পাটজাত পণ্য ১১.৩৯ শতাংশ। আয় হয়েছে ছয় কোটি ৩৫ লাখ ডলার। এর আগের বছর এই আয় ছিল সাত কোটি ১৪ লাখ ডলার। হালকা প্রকৌশল যন্ত্রপাতি কমেছে ১.৫৬ শতাংশ। হোম টেক্সটাইলে কম হয়েছে ০.২৩ শতাংশ।
সম্পর্কিত খবর
ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।
ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।