বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শনিবার রাতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।
গতকাল রবিবার সকাল থেকে বিএসইসি কার্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের পর কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ শুরু করেছেন। তবে যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাঁরা অফিসে উপস্থিত হননি।
বিএসইসি কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গত ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন, যা পরবর্তী সময়ে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বারা নিষ্পত্তি হয়।
এ ঘটনার পর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পক্ষ থেকে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করা হয়।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, আজ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এসেছিলেন। তাঁরা আমাদের সহমর্মিতা জানিয়েছেন এবং তাঁরা আমাদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফেরত এসেছেন। আমরা সবাইকে বলেছি কাজে যোগদান করতে।
আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। সবাই কাজে যোগদান করলে, কাজ যেভাবে স্বাভাবিক নিয়মে চলে সেভাবেই চলবে।’
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা—এমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘এখনো সেই সময় হয়নি।
পরবর্তী সময়ে আরো বিস্তারিত আপনাদের জানানো হবে।’