ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন বিএসইসির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন বিএসইসির কর্মীরা
স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শনিবার রাতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

গতকাল রবিবার সকাল থেকে বিএসইসি কার্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের পর কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ শুরু করেছেন। তবে যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাঁরা অফিসে উপস্থিত হননি।

বিএসইসি কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গত ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন, যা পরবর্তী সময়ে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বারা নিষ্পত্তি হয়।

এ ঘটনার পর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পক্ষ থেকে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, আজ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এসেছিলেন। তাঁরা আমাদের সহমর্মিতা জানিয়েছেন এবং তাঁরা আমাদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফেরত এসেছেন। আমরা সবাইকে বলেছি কাজে যোগদান করতে।

আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। সবাই কাজে যোগদান করলে, কাজ যেভাবে স্বাভাবিক নিয়মে চলে সেভাবেই চলবে।

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনাএমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, এখনো সেই সময় হয়নি।

পরবর্তী সময়ে আরো বিস্তারিত আপনাদের জানানো হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

শাহজালাল ইসলামী ব্যাংক : শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ ইউনুছ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

এআইবি : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, এমডি ও সিইও ফরমান আর চৌধুরী, এএমডি মো. রাফাত উল্লা খান এবং সংশ্লিষ্ট নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

র‌্যাংগস : র‌্যাংগস ইলেকট্রনিকস ঈদ উৎসব থ্রি ইন ওয়ান অফার শিরোনামে বিক্রয় ক্যাম্পেইন শুরু করেছে। র‌্যাংগস ইলেকট্রনিকসের অ্যাডভাইজার মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার (অব.), চিফ ফিন্যানশিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন র‌্যাংগস ইলেকট্রনিকসের বিভাগীয় কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/14-03-2025/kalerkantho-ib-5a.jpg

ফুডপান্ডা : পান্ডা-রাইডার ঈদ কম্পিটিশনে ওমরাহ প্যাকেজ জিতে নিয়েছেন ফুডপান্ডার দুজন রাইডার। বিজয়ী রাইডার মোহাম্মদ বিল্লাল জোয়ার্দার ও মাসুম বিল্লাহ মুন্সীর জন্য বিমানের টিকিট এবং মক্কা ও মদিনায় থাকার সুব্যবস্থা নিশ্চিত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফরমটি। এ ছাড়া বাকিদের হাতে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ নানা আকর্ষণীয় পুরস্কার তুলে দেয় ফুডপান্ডা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুজুকি বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ উৎসব অফার সুজুকি ঈদ ফেস্ট। ক্রেতারা সীমিত সময়ের এই অফারে সুজুকির বিভিন্ন মডেলের মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারে জিক্সার মনোটোন এখন দুই লাখ পাঁচ হাজার ৯৫০ টাকার পরিবর্তে মাত্র এক লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস দুই লাখ আট হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ দুই হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক।

জিক্সার কার্ব ডিস্ক দুই লাখ ৩৭ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৩২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই ডিস্ক দুই লাখ ৪৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৪২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ থাকছে সাত হাজার টাকা ক্যাশব্যাক। জিক্সার এফআই এবিএস দুই লাখ ৭৯ হাজার ৯৫০ টাকার পরিবর্তে দুই লাখ ৭৩ হাজার ৯৫০ টাকা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ