নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টারবাইন স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে টারবাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর বসানো হয়েছে। স্থাপন-পরবর্তী পরীক্ষাকালে টারবাইনের শ্যাফট ধীরগতিতে ঘোরানো হয়। গতকাল মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরমাণু শক্তি করপোরেশন (রসাটম) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টার্টআপ এবং শাটডাউনের সময় টারবাইন রোটরের যথাযথ এলাইনমেন্ট ও ভারসাম্য নিশ্চিত করে এই বারিং গিয়ার, যা নিরাপত্তা এবং দক্ষ কার্যক্রম পরিচালনার জন্য জরুরি। পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টারবাইন সেটের সংযোজনের উচ্চমান এবং নিখুঁত এলাইনমেন্টের ব্যাপারে নিশ্চিত হন। বাংলাদেশ প্রকল্পের জন্য এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেইরি বলেন, ‘রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা স্টার্টআপের আগে একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ।’