রূপপুরে প্রথম ইউনিটে স্থাপিত হলো টারবাইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রূপপুরে প্রথম ইউনিটে স্থাপিত হলো টারবাইন

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টারবাইন স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে টারবাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর বসানো হয়েছে। স্থাপন-পরবর্তী পরীক্ষাকালে টারবাইনের শ্যাফট ধীরগতিতে ঘোরানো হয়। গতকাল মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরমাণু শক্তি করপোরেশন (রসাটম) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টার্টআপ এবং শাটডাউনের সময় টারবাইন রোটরের যথাযথ এলাইনমেন্ট ও ভারসাম্য নিশ্চিত করে এই বারিং গিয়ার, যা নিরাপত্তা এবং দক্ষ কার্যক্রম পরিচালনার জন্য জরুরি। পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টারবাইন সেটের সংযোজনের উচ্চমান এবং নিখুঁত এলাইনমেন্টের ব্যাপারে নিশ্চিত হন। বাংলাদেশ প্রকল্পের জন্য এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি দেইরি বলেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা স্টার্টআপের আগে একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে কোটিপতি হোন অফার। এই অফারের আওতায় ক্রেতারা পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে পাবেন বিভিন্ন ধরনের উপহার ও মূল্যছাড় সুবিধা। এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সঙ্গে একটি ফ্রি অফারের বিজয়ী পেয়েছি।

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনলে গ্রাহকরা পাচ্ছেন গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯০০ টাকায়। এর সঙ্গে থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। এ ছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩ শতাংশ মূল্যছাড়।
মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়। এসি কিনলে পাওয়া যাবে ১২ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

 

 

মন্তব্য

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ
ইকবাল আহমেদ

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

সিলেটের বাসিন্দা ইকবাল আহমেদের সীমার্ক গ্রুপ আজ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) তৈরি করেন। কম্পানিটি হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ