<p>আরব লীগের মন্ত্রী স্তরের ১৫৪তম সেশনে সভাপতিত্ব করতে অস্বীকৃতি জানিয়েছে কাতার। সম্প্রতি ফিলিস্তিন পদটি ত্যাগ করলে কাতারকে তা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। এক বিবৃতিতে কাতার বলে, ‘আমরা ফিলিস্তিনের ছেড়ে যাওয়া সেশন সম্পন্ন করার ব্যাপারে ক্ষমা চাইছি। মার্চ ২০২১ সালে শুরু হতে যাওয়া ১৫৫তম সেশনটি কাতার নিজের জন্য সঠিক সময় বলে মনে করে।’</p> <p>আরব লীগের ধারা-৪ মতে কাতার সভাপতিত্বের জন্য মনোনীত হয়েছিল। এতে বলা হয়েছে, ‘যদি মন্ত্রী স্তরের সভাপতি তার সময়কাল পূর্ণ করতে না পারেন, তবে পরবর্তী সেশনের দেশের কোনো প্রতিনিধি অস্থায়ীভাবে নিয়োগ পাবেন।’</p> <p>ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি নিশ্চিত করেছেন, আরব লীগের মহাসচিব ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রতি সম্মতিসূচক অবস্থান প্রকাশ করায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : মিডলইস্ট মনিটর</p> <p> </p>