<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় বিক্ষোভরত আনসার সদস্যদের সঙ্গে গতকাল রবিবার রাতে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। দাবিদাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কয়েকজন উপদেষ্টা ও আনসার প্রতিনিধিদের জরুরি বৈঠকের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমন্বয়কারীদের ফেসবুক পোস্ট থেকে এমন কথা ছড়িয়ে পড়ে রাত ৯টার দিকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে সমবেত হন। সেখান থেকে আনসার সদস্যদের মোকাবেলা করতে তাঁরা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংঘর্ষের এক পর্যায়ে রাত ১০টার কিছু আগে আনসার সদস্যরা পিছু হটলে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। অন্যদিকে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আনসাররা অনেকটা ছত্রভঙ্গ হয়ে যান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। তাঁদের দাবি, আনসাররা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য গতকাল দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আনসার সদস্যরা। তাঁদের অবস্থানের কারণে দিনভর সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বিকেলে সচিবালয়ে আনসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, তিন বছর চাকরি করার পর আনসারদের ছয় মাস বিশ্রামে থাকার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেস্ট প্রথা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাতিল হবে। তাঁদের অন্যান্য দাবিদাওয়া খতিয়ে দেখতেও কমিটি গঠন করা হবে। তবে এরপর আনসারদের প্রতিনিধিরা জানান, জাতীয়করণ ছাড়া তাঁরা আন্দোলন থেকে সরে যাবেন না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, রাতে সংঘর্ষের শুরুতে উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সারজিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপথগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জড়িতদের আইনের আওতায় আনা হবে : নাহিদ</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয়ের গেটে সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আনসারদের সব দাবিদাওয়া মেনে নেব বলে আশ্বাস দিয়েছিলাম। দাবিদাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরও আনসাররা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাহিদ ইসলাম আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p style="text-align:center"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/26-08-2024/2/kalerkantho-lt-1a.jpg" height="565" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/26-08-2024/2/kalerkantho-lt-1a.jpg" width="1000" /></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১১ ঘণ্টা পর মুক্ত কর্মকর্তা-কর্মচারীরা</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনসার সদস্যদের কর্মসূচিতে অবরুদ্ধ প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টানা ১১ ঘণ্টা পর মুক্ত হন। ছাত্রদের প্রতিরোধের মুখে আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর সচিবালয়ের গেটগুলো খুলে দেওয়ার পর বের হতে পারেন কর্মকর্তা-কর্মচারীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সব গেট বন্ধ করে প্রশাসনের প্রাণকেন্দ্রকে কার্যত অকার্যকর করে রাখেন আনসার সদস্যরা। দুপুর ১২টা থেকে তাঁরা সচিবালয় পুরো অবরুদ্ধ করে রাখেন। দুপুর ১টার দিকে আন্দোলনকারীদের একাংশ সচিবালয়ের ৩ নম্বর গেট দিয়ে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে স্লোগান দেয়। কিছুক্ষণ পর তাদের জোর করে বের করে সব গেট বন্ধ করে দেওয়া হয়। তবে বিকেল ৫টার দিকে অফিস ছুটি হলেও কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছিলেন না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাতে সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, সেই সকালে অফিসে এসেছি। এখন রাত সাড়ে ৮টা বাজে। তাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তাহলে অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও কেন অবরুদ্ধ করে রাখল? এমন চিত্র আগে কখনো দেখিনি। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত অন্তত ৪০ জন </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে উভয় পক্ষের লোক, সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্য দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহত ৪০ জনের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। তাঁরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ (২৫), আব্দুর রহমান (৩০) ও আব্দুল কাদের (২৪)।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিছিল-বিক্ষোভ নিষিদ্ধ </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল রাতে ডিএমপি কমিশনারের এক গণবিজ্ঞপ্তিতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।</span></span></span></span></p>