<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় ব্যস্ত একটি রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও আরো ৫৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কোয়েটা রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ওই সময় স্টেশনে শতাধিক যাত্রী অপেক্ষমাণ ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জ্যেষ্ঠ পুলিশ সুপার মুহাম্মদ বেলোচ বলেন, নিহতদের মধ্যে ১৪ জন সেনা রয়েছেন। এ ছাড়া ছয়জন রেলকর্মী এবং বাকি পাঁচজন বেসামরিক নাগরিক। হামলাকারীদের টার্গেট ছিল ইনফ্যান্ট্রি স্কুলের সেনা সদস্যরা। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এটি আত্মঘাতী বোমা হামলা বলে মনে করা হচ্ছে। হামলার নির্দিষ্ট কারণ জানার ব্যাপারে তদন্ত চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে তিনি সাংবাদিকদের বলেন, তাঁর দেখা ফুটেজ অনুযায়ী ঘটনাস্থলে প্রায় ১০০ জন যাত্রী উপস্থিত ছিলেন। তাই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভিডিও ফুটেজে দেখা যায়, প্ল্যাটফরমে যাত্রীদের লাগেজ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলায় অন্তত ২৫ জন মারা গেছেন এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা অনেক। তারা মাঝেমধ্যেই প্রাণঘাতী হামলা চালায়। প্রদেশটি আফগানিস্তান ও ইরানের সীমান্তসংলগ্ন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে পাঠানো বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে। বার্তায় তারা জানায়, আত্মঘাতী বোমা হামলাকারীরা রেলস্টেশনে অবস্থানরত সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা করেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মির এই দাবির বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেলুচিস্তানে সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী জাতিগত দাঙ্গা এবং উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের হামলা বেড়ে গেছে। কয়েক দশকের পুরনো বিদ্রোহ বেলুচিস্তানকে অস্থিতিশীল করে তুলেছে। নিষিদ্ধ বিএলএ দীর্ঘদিন ধরে ইসলামাবাদ থেকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করা বেশ কয়েকটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিএলএ সবচেয়ে বড়। সরকার ওই প্রদেশের গ্যাস এবং খনিজ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে বলে মনে করে তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেলওয়ে কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস ট্রেনটি পেশোয়ারের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফরমে আসার আগেই বিস্ফোরণ ঘটে। হাসপাতালের মুখপাত্র চিকিৎসক ওয়াসিম বেগ বলেন, এখন পর্যন্ত আহত ৪৪ জনকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসীদের টার্গেট এখন নিরীহ মানুষ, শ্রমিক, শিশু ও নারী। যারা নিরীহ মানুষকে টার্গেট করছে, তারা করুণারও যোগ্য নয়। হামলাকারীরা মানুষের পর্যায়ে পড়ে না। তারা পশুর চেয়েও অধম। বিবৃতিতে আরো বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বেলুচিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এই বিস্ফোরণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোয়েটা পুলিশের কর্মকর্তা আয়েশা ফয়েজ বলেন, মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন যাত্রী মারা গেছেন। আরো কয়েকজন গুরুতর অবস্থায় রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেছিলেন, হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত আগস্ট মাসেও পুলিশ স্টেশন, রেললাইন এবং মহাসড়কে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। পাকিস্তানি সাংবাদিক সাদুল্লাহ আখতার জানান, ২০২৪ সালের শুরু থেকে বেলুচিস্তানে সহিংসতা ব্যাপকহারে বেড়ে গেছে। নিরাপত্তা বাহিনীর ওপর এ বছর অনেক বেশি হামলা হচ্ছে। বিএলএ নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রধান শত্রু হিসেবে টার্গেট করছে। শনিবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন এবং বিস্ফোরণের তীব্রতা নিরূপণের চেষ্টা করছেন। সূত্র : দ্য ডন, আলজাজিরা।</span></span></span></span></p>