<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলার মানুষ বৈষম্যহীন রাষ্ট্র চায়, যেখানে গরিব-দুঃখী মেহনতি মানুষ এককাতারে থাকতে পারবে। যেখানে কোনো অনাহার থাকবে না। ঘরে ঘরে চাকরি থাকবে, যেখানে মানুষ খেয়ে-পরে বাঁচতে পারবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার পিরোজপুরের নাজিরপুরে গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়ানগর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন বন্দর বাজারে এই গণসমাবেশের আয়োজন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুদ সাঈদী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪ সালে ভোটের জন্য আন্দোলন করতে হয়েছে, ২০১৮ সালে ভাতের জন্য আন্দোলন করতে হয়েছে। সর্বশেষ ২০২৪ সালে ব্যাপক রক্তক্ষয়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার, মানবাধিকার, ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। তাহলে আমরা আর কতকাল রক্ত দেব, আর কতকাল আমাদের মধ্যে সংঘর্ষ হবে, আর কতকাল বাংলাদেশিরা বিভাজনের রাজনীতি করবে। আমরা বিভাজনের রাজনীতি চাই না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাসুদ সাঈদী আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫৩ বছরে অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিকে আপনারা পরীক্ষা করেছেন। অনেক নেতাকে আপনারা রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছেন। বিনিময়ে আপনারা কী পেয়েছেন? বিনিময়ে আপনারা পেয়েছেন কানাডায় বেগমপাড়ায় বাড়ি। ১৯৭১ থেকে ২০২৪ সাল, ভোট দিয়ে আপনারা যাদের ক্ষমতায় বসিয়েছেন তারা শতকরা ৯৯ ভাগ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঘুষখোর, ধর্ষণকারী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোসলে উদ্দিনের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হাওলাদার ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তব্য দেন উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাইদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি শেখ আবু হানিফ প্রমুখ।</span></span></span></span></p>